নজরুলগীতির ওপর আলোচনা ও কর্মশালা
কাজী নজরুল ইসলাম ১৯৩০ সালে কোচবিহার জেলার তুফানগঞ্জে অবস্থিত বলরামপুর গ্রামে গিয়েছিলেন বন্ধু আব্বাসউদ্দীন আহমেদের বাড়ি। তাঁদের দীর্ঘ অটুট বন্ধুত্বের ফসল হিসেবে বাংলার মানুষ পেয়েছে নজরুলের ইসলামী গান। এই বিষয়টি ও নজরুলগীতির ওপর আধারিত আরও নানা জানা-অজানা তথ্য নিয়ে আলোচনা এবং কর্মশালা অনুষ্ঠিত হবে আগামী ১৮ ও ১৯ জানুয়ারি, যথাক্রমে কোচবিহার ও শিলিগুড়িতে। ‘উত্তরবঙ্গ নজরুল উৎসব ২০২৩’ শিরোনামের দুই দিন ব্যাপী এই আয়োজন পরিচালনা করছেন নজরুল সঙ্গীতশিল্পী ও গবেষক দীপা দাস। আয়োজক ‘বাঁশরী’ নজরুলচর্চা কেন্দ্র। পরিকল্পনা ডঃ ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান। কোচবিহার ও শিলিগুড়ি দুই জায়গাতেই ‘নজরুল-আব্বসউদ্দীন মঞ্চে’ ভারত-বাংলাদেশ শিল্পী সমন্বয়ে উদযাপিত হবে এই আয়োজন। ভারতের তরফে কলকাতা, আসাম, ত্রিপুরা ও উত্তরবঙ্গের প্রতিনিধিরা যোগ দেবেন এই উৎসবে।