Monday, February 3, 2025
ওয়েব-Wave

নতুন রহস্য উদ্ঘাটনে ইন্দু

হাতে হাতে স্মার্টফোন। তরুণ প্রজন্মের চোখ ইদানীং নিত্যনতুন ওয়েব সিরিজে। সারা বিশ্বের স্ট্রিমিং বিনোদন এখন হাতের মুঠোয়। সেইসব সিরিজ নিয়েই নানাকথা এই বিভাগে। আরও একবার রহস্যে টানটান ঘটনাপ্রবাহ নিয়ে হইচইয়ের পর্দায় হাজির ‘ইন্দু’। স্ট্রিমিং শুরু সিজন ২-এর। পড়ুন অজন্তা সিনহার কলমে।

সাহানা দত্তের গল্পেই ছিল অভিনবত্ব। একজন নিতান্তই গৃহবধূকে তিনি হাজির করেন এক গোয়েন্দা অবতারে। পাঠক ঠিকই ধরেছেন হইচই ওটিটি প্ল্যাটফর্মের ‘ইন্দু’-র কথাই বলছি। বিয়ের পর নতুন বউ হয়ে শ্বশুরবাড়ি আসবে, এহেন পরিস্থিতিতে একটি মেয়ের কল্পনায় যে সুখস্বপ্ন থাকে, ইন্দুর জীবনে মোটেই সেটা ঘটে না। বিয়ের আগে থেকেই নানা অঘটন ঘটতে থাকে। তার ভাবী শ্বশুরবাড়ি থেকে পাঠানো তত্ত্বে এমন কিছু ইন্দুর কাছে পৌঁছয়, যা স্বাভাবিক তো নয়ই, বরং আতঙ্ক সৃষ্টিকারী। এরপর গোটা পরিবেশটাই হয়ে ওঠে রহস্যের ঘনজালে আচ্ছন্ন। এতকিছুর পরেও ইন্দুর বিয়েটা ঘটে এবং সে শ্বশুরবাড়িতে পা রাখে। তারপর কী হয়, তাই নিয়ে আর বিস্তারে যাব না। পাঠক থুড়ি দর্শক ইতিমধ্যেই প্রথম সিজনে দেখে ফেলেছেন সেসব।

373Affe209F16Ab7E3910Af989F0097F1Bc11765Fcad95B1Ab2Ef724Dfe44282. Ri V Ttw
নতুন রহস্য উদ্ঘাটনে ইন্দু 7

এবার সিজন ২-এর কথা। এখানে প্রথমেই যে কথাটা বলার, সেটা হলো, কনটেন্ট–ওয়েব সিরিজের ক্ষেত্রে এটি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা এখন সকলেই জেনে গেছেন। আর এক্ষেত্রে সাহানা দত্ত যে একজন ক্ষমতাশালী লেখক, সে তথ্যও আমাদের জানা। নতুন বছরের গোড়াতেই স্ট্রিমিং শুরু হয়েছে ‘ইন্দু ২’-এর। আর সেখানেও সাহানার সৃজনশীল লেখনীতে উঠে এসেছে বেশ টানটান রহস্যের চিত্রনাট্য। দ্বিতীয় সিজন পরিচালনা করেছেন অভিমন্যু মুখোপাধ্যায়। ডিওপি অনুজিৎ কুন্ডু। সম্পাদনায় রয়েছেন রবিরঞ্জন মৈত্র। আর্ট ডিরেকশনে আছেন সুব্রত বণিক। শুটিং হয়েছে বেলগাছিয়া রাজবাড়িতে। পর্বে পর্বে এই সিরিজের দৃশ্যপট যেভাবে বিন্যস্ত, সেখানে চিত্রনাট্যের পরিকল্পনা মাফিক রহস্যের গন্ধমাখা পরিবেশটি এবারেও দারুণভাবে গড়ে তুলেছেন সংশ্লিষ্ট টেকনিশয়ানগণ।

এই সিজনেও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ইশা সাহা। ইশার অভিনয়ে ইন্দুর নাম ইতিমধ্যেই বাংলা ওয়েব দর্শকের মুখে মুখে। একজন সাদাসিধে ও মিষ্টি চেহারার গৃহবধূ, প্রখর বুদ্ধি ও অনুসন্ধিৎসু মন নিয়ে যে একের পর এক রহস্যের জট খুলতে থাকে। ইশার অভিনয় স্টাইলের সঙ্গে ইন্দুর ইমেজ একেবারে খাপে খাপে মিলে যায়। থ্রিলার মেজাজের এই ওয়েব সিরিজের প্রথম সিজনের সাফল্য অনেকটাই প্রতিষ্ঠিত ইশার অভিনয়ে। সিজন ২-এও একইভাবে ইশাকে পাই আমরা। প্রথম সিজনের পর থেকেই দর্শক মহলে তীব্র চাহিদা তৈরি হয়ে যায় পরের সিজনের। সেই চাহিদা পূরণের হাত ধরেই সিজন ২-এর আগমন। সম্ভবত, ‘ইন্দু’-র এই ব্যাপক চাহিদার কথা মাথায় রেখেই  প্রযোজকদের পক্ষে ইতিমধ্যেই সিজন ৩-এর ঘোষণাও করা হয়ে গেছে। সাহানা জানিয়েছেন, ‘ইন্দু ৩’-এর জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না দর্শকদের। 

Images 5 14 2
নতুন রহস্য উদ্ঘাটনে ইন্দু 8

এবারের পর্ব শুরু লাবণীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে। সকলেই সত্য গোপন করতে ব্যস্ত। এরই মধ্যে জানা যায়, সুজাত চেষ্টা করেছিল বাড়ির সকলের বিরুদ্ধে গিয়ে লাবণীর পাশে দাঁড়াতে। অন্যদিকে সৌগতর ভাবভঙ্গি সন্দেহজনক মনে হয় ইন্দুর। ইন্দু রহস্য উদ্ঘাটনে তৎপর হতেই কেউ একজন চেষ্টা করে তার ভাবনার অভিমুখ ঘুরিয়ে দেওয়ার। পরিস্থিতি এমন তৈরি করা হয় যে পুলিশ ইন্দুকেই সন্দেহ করতে থাকে। ইন্দু কী করবে ? পারবে কী সে অপরাধের জাল কেটে অপরাধীর মুখোশ খুলে দিতে ? সেসব তো আপনারা পর্দাতেই দেখবেন। আপাতত যেটা জানার দ্বিতীয় সিজনে ‘ইন্দু’ বিন্যস্ত এমনই টানটান আটটি পর্বে। ইশা ছাড়াও অভিনয়ে আছেন সুহোত্র মুখোপাধ্যায়, মানালি দে, মানসী সিনহা, চন্দ্রনিভ মুখোপাধ্যায়, পায়েল দে, মিমি দত্ত, যুধাজিৎ সরকার, তনিকা বসু প্রমুখ।