নানা রঙে ‘সাহিত্য ও সিনেমা’
শুরু হয়েছে আমাদের নতুন শো ‘সাহিত্য ও সিনেমা’, ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে। গত ১০ জানুয়ারি এই শোয়ে অংশগ্রহণ করেন এফ এম উপস্থাপক ও সংবাদ পাঠক সুপ্রিয় রায় এবং অভিনেতা ও রেডিও জকি অরুণিমা ঘোষ। দুজনের উপস্থিতিতে দারুন জমে ওঠে আলোচনা। বিষয় ছিল গোয়েন্দা সাহিত্য ও সিনেমা এবং সিনেমা ও সাহিত্যে নারী চরিত্র। আগামী ১৭ জানুয়ারি এই অনুষ্ঠানে থাকবে শরৎসাহিত্য নিয়ে সিনেমার আলোচনা। অতিথি প্রাক্তন সংবাদপত্র কর্মী কেকা চৌধুরী ও কর্পোরেট ট্রেনার মৈনাক মহাপাত্র। প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ‘সাহিত্য ও সিনেমা’-য় থাকবে এমনই বিষয়, যেখানে সাহিত্য ও সিনেমার সুচারু মেলবন্ধন দেখবো আমরা। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতা ও শিল্পীদের উৎসাহিত করুন।