Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

প্রকাশিত হলো ‘সৃষ্টির একুশ শতক’-এর উৎসব সংখ্যা

উত্তর কলকাতার রামমোহন হলের পূর্ণ প্রেক্ষাগৃহে গত ৪ অক্টোবর প্রকাশিত হলো ‘সৃষ্টির একুশ শতক’ পত্রিকার উৎসব সংখ্যা। নাট্যকার, নির্দেশক অশোক মুখোপাধ্যায়, কথাকার সাধন চট্টোপাধ্যায়,   নাট্যকার চন্দন সেনের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হলো বর্ণময় এই বিশেষ সংখ্যা। অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হলো সঙ্গীতজ্ঞ প্রফুল্ল কুমার চক্রবর্তী এবং লেখক রণবীর পুরকায়স্থকে।

‘সৃষ্টির একুশ শতক’-এর উৎসব সংখ্যাটি এককথায় চমৎকার। সম্পাদক অরুণ কুণ্ডু। ৪৮৬ পৃষ্ঠার এ-ফোর সাইজের সুবিশাল এই সংখ্যায় ঠাঁই পেয়েছে সৌরভ হোসেন, তাপস রায় এবং ছন্দা চট্টোপাধ্যায়ের একটি করে উপন্যাস। বিভিন্ন বিষয়ভিত্তিক তথ্যসমৃদ্ধ প্রবন্ধ লিখেছেন প্রশান্ত দাঁ, ভবেশ দাশ, অভ্র ঘোষ, শক্তিসাধন মুখোপাধ্যায়, আশিস লাহিড়ী, পল্লব সেনগুপ্ত সহ বিশিষ্ট চিন্তাবিদ প্রাবন্ধিকগণ। প্রবন্ধের বিষয়গুলি হলো মহিষাসুরমর্দিনীর ইতিহাস, রবীন্দ্র প্রসঙ্গ, কৃষি-অর্থনীতি, তত্ত্ব ও দর্শনচর্চা, মণিপুর সংকট,  র‌্যাগিংয়ের মতো সমসাময়িক প্রসঙ্গ এবং স্মৃতিগদ্য, বিজ্ঞান, চলচ্চিত্র ও সংগীত সহ সাংস্কৃতিক বিষয়।

এছাড়াও এই সংখ্যায় রয়েছে ময়ূরী মিত্রের একটি নাটক, ভ্রমণ বিষয়ক ৬টি নিবন্ধ, খ্যাতিমান লেখকদের দুটি ছোট উপন্যাস এবং ৩৭টি গল্প। রয়েছে ১৩০ জন কবির কবিতা। ‘সৃষ্টির একুশ শতক’-এর উৎসব সংখ্যার প্রচ্ছদ শিল্পী মণীষ দেব। মূল্য ২৭০টাকা। এদিন বই প্রকাশ অনুষ্ঠানে সুকান্ত ভট্টাচার্যের ‘আকাল’ কবিতা সংকলনের পুনর্মুদ্রণ প্রকাশ করেন অধ্যাপক শমীক বন্দ্যোপাধ্যায়। এছাড়া আরও তিনটি গ্রন্থও প্রকাশিত হয়। অনুষ্ঠানে অধ্যাপক অশোক মুখোপাধ্যায়ের ‘সাংস্কৃতিক আধুনিকতার প্রেক্ষিতে বাংলা থিয়েটার’ শিরোনামে ‘অমিয় রায়চৌধুরী স্মারক বক্তৃতা’ উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে।        নিজস্ব প্রতিনিধি