Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

বিশ্বভরা প্রাণ,ভারত শাখার বিজয়া সম্মিলনী ২০২২

সম্প্রতি সেন্ট্রাল মেট্রো, কলকাতায় বিপ্লবী নলিনী গুহ সভাঘরে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক শিল্পীমৈত্রী সংগঠন বিশ্বভরা প্রাণ, ভারত শাখার উদ্যোগে বিজয়া সম্মিলনী। বৈকালিক এই অনুষ্ঠানে বিশ্বভরা প্রাণ, আন্তর্জাতিক কমিটির সভাপতি, বরেণ্য আবৃত্তিশিল্পী জাহান বশীরের পরিচালনায় বিশ্বভরা প্রাণ, ভারত শাখার প্রায় ৩২ জন বাচিক ও সংগীতশিল্পী অংশগ্রহণ করেন। বিশ্বভরা প্রাণ, ভারত কমিটির সভাপতি, সংগীত ও বাচিকশিল্পী বিধুরা ধর এবং সদস্য শিল্পী শিবানী কুন্ডুর যৌথ সংগীতের মাধ্যমে উদ্বোধন হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লোকসংগীত গবেষক ও কণ্ঠশিল্পী ডঃ সত্যরঞ্জন বিশ্বাস, সঞ্চালক ও বাচিকশিল্পী মধুছন্দা তরফদার এবং লেখক, গবেষক, আত্মজন সম্পাদক আব্দুল কাইয়ুম। বিশ্বভরা প্রাণ ২০২২-এর থিম সং পরিবেশন করেন হিমাদ্রী শেখর, প্রদ্যুৎ মৈত্র, বিধুরা ধর, অশোক পাল, দেবযানী ঘোষ, ছন্দা বিশ্বাস প্রমুখ।

বিশ্বভরা প্রাণ নিয়ে ছোটদের দলীয় পরিবেশনা  বৈচিত্র্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছিল। গান পরিবেশন করেছে বিশ্বভরা প্রাণ, উত্তর ২৪ পরগনা জেলার প্রজন্ম বিভাগ। গানের গীতিকার ও সুরকার অশোক পাল। একক আবৃত্তিতে ছিলেন ইলা দেবনাথ। একক সংগীতে ডাঃ মিহির কুমার হালদার, অধ্যাপক উজ্জ্বল বন্দোপাধ্যায়, অসিত কুমার পাল, সুষ্মিতা অধিকারী, মিতালী চ্যাটার্জী, জয়শ্রী মিত্র প্রমুখ। অনুষ্ঠানে মৌসুমী দাসের তত্ত্বাবধানে বিশেষ সম্মেলক পরিবেশন করে ‘শিল্পী মঞ্চ’। এদিন বক্তাদের কথায় উঠে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা। বিশ্বজুড়ে বাংলাভাষা ও সংস্কৃতির শুদ্ধ চর্চা ও প্রসারে নিবেদিত সংগঠন বিশ্বভরা প্রাণ। ভারত, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে  কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। অসাম্প্রদায়িক চেতনা এবং আগামী প্রজন্মের মাঝে মানবিক বিকাশে বিশ্বভরা প্রাণ-এর উদ্যোগ আমাদের নিরন্তর আশান্বিত করে তুলছে।