Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

বিশ্বাসের বার্তা ‘দ্য ফেথ প্রজেক্ট’-এ

ভক্তি-বিশ্বাসের চিরন্তন ভাবধারাকে নতুন আঙ্গিকে মেলে ধরেছে ‘দ্য ফেথ প্রজেক্ট’–যেখানে একাধিক আঞ্চলিক ভাষায় শোনা যাবে ভক্তিমূলক গান। ‘ফেথ’ শব্দটির আভিধানিক অর্থ বিশ্বাস। ‘দ্য ফেথ’ সেই বিশ্বাস-ভক্তির কথাই বলেছে। তবে, সে কথা ছকে বাঁধা পথে বলা হয়নি। নিছক ধর্মীয় ভাবাবেগ নয়, নবচেতনার আঙ্গিকে এক আধ্যাত্মিক আলোয় বিশ্বাসের ভাবনাকে তুলে ধরার‌ই এক অনন্য প্রয়াস ‘দ্য ফেথ প্রজেক্ট’। সেই কাজেই ব্রতী হয়েছেন কন্নড় শাস্ত্রীয় সংগীত জগতের অগ্রণী শিল্পী টি ভি রামপ্রসাদ। ভারতের ১২টি আঞ্চলিক ভাষায় সৃষ্ট ভক্তিমূলক গান নিয়ে তৈরি হয়েছে ‘দ্য ফেথ প্রজেক্ট’। আধ্যাত্মিক চেতনার এক বৈচিত্র্যময় রূপ শ্রোতারা পাবেন এখানে।

সূচনা হয়েছে বাংলার শ্যামাসংগীতের হাত ধরে। প্রসঙ্গত, টি ভি রামপ্রসাদ দীর্ঘ চল্লিশ বছর ধরে নিরন্তর সংগীত সাধনায় মগ্ন। আইসিসিআর-এর সঙ্গে যুক্ত রয়েছেন বহু বছর। দেশ-বিদেশের নানা সন্মানে সন্মানিত টি ভি রামপ্রসাদ এমন একজন সংগীতগুরু, যিনি বিশ্বের প্রথম অনলাইন আর্ট কলেজ ‘ই-আম্বালাম’ খুলেছিলেন। আজ গোটা বিশ্বজুড়ে যে শিক্ষার রমরমা, ২০১২-য় সেটির সূত্রপাত ঘটিয়েছিলেন রামপ্রসাদ। চিরাচরিত ধারণা থেকে বেরিয়ে এসে বরাবরই নতুনত্বের পথে চলায় বিশ্বাসী তিনি। রামপ্রসাদের কথায়‌ও তাই সেই সুর‌ই ধ্বনিত হয়। তাঁর মতে, “আমাদের বিশ্বাসের ধারণাটাই আসলে ভুল। গোড়াতেই গলদ। ভক্তি মানেই আমরা বুঝি ধর্মীয় ভাবাবেগ। তা একেবারেই নয়। ভক্তির মধ্যে রয়েছে বিশ্বাস, যা আসলে নিজের ভিতরে খুঁজতে হয়। এ এক চিরন্তন ও জীবন ব্যাপী সফর। এই বিশ্বাসই মানুষকে শক্তি জোগায়। আশা দেখায়। সাহসী হতে শেখায়। এর সঙ্গে ধর্মের কোনও যোগ নেই।”

এই অনুষঙ্গেই সংকলিত ‘দ্য ফেথ প্রজেক্ট’-এর প্রথম গান,’সকলি তোমার‌ই ইচ্ছা’, গেয়েছেন টি ভি রামপ্রসাদ। গানের মিউজিক ভিডিওটি পরিচালনা করছেন শমীক রায়চৌধুরী। একদা মনোজ মিশিগানের সহকারী পরিচালক শমীক বাংলার নতুন প্রজন্মের একজন মননশীল পরিচালক। ‘ওকিয়াগারি’-র মতো শর্ট ফিল্মের পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর পরিচালিত ছবি ‘বেলাইন’। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় এই মিউজিক ভিডিওটির শুটিং করেছেন পরিচালক। বাংলার শ্যমাসঙ্গীত ছাড়াও মারাঠি, গুজরাতি, মালয়লম, পাঞ্জাবি, হিন্দি, কন্নড়, তেলুগু, সিকিমিজ প্রভৃতি ভারতের প্রায় ১২টি আঞ্চলিক ভাষায় তৈরি হতে চলেছে ‘দ্য ফেথ প্রজেক্ট’ শিরোনামের এই মিউজিক অ্যালবাম। অভিনবত্বে পরিপূর্ণ এই মিউজিক ভিডিও তৈরির ক্ষেত্রে  টি ভি রামপ্রসাদকে সাহায্য করতে এগিয়ে এসেছেন বিজ্ঞানী বঙ্গকন্যা বিদিশা রায়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘দ্য ফেথ প্রজেক্ট’-এর শ্যামাসংগীত ও দ্বিতীয় গান, যেটি মারাঠিতে, সেটির টিজার‌। ‌