Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

বিহঙ্গম-এর মনোজ্ঞ নিবেদন

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুণা সেন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো বিহঙ্গম সাংস্কৃতিক শিক্ষায়তনের ২৬তম বার্ষিক অনুষ্ঠান৷ ঘড়ির কাঁটা ধরে এক সুশৃঙ্খল অনুষ্ঠানের সাক্ষী থাকলেন উপস্থিত দর্শক-শ্রোতা ৷ প্রথমেই মন কেড়ে নেয় বিহঙ্গম-এর অঙ্কন বিভাগের শিল্পীদের সাজানো ছিমছাম সুন্দর মঞ্চটি ৷ প্রয়াত লেখক, রবীন্দ্র-গবেষক ও শিল্পী অরুণাভ লাহিড়ী প্রতিষ্ঠিত এবং পথ-প্রদর্শিত (নামকরণও তাঁরই) বিহঙ্গম শিক্ষায়তনের উদ্দেশ্য এবং নানা বাধা বিপত্তি কাটিয়ে এতগুলো বছর সাংস্কৃতিক কর্মকান্ডে সচল থাকার কথা দিয়ে অনুষ্ঠান শুরু করেন শিক্ষায়তনের অধ্যক্ষা মধুমতী লাহিড়ী ৷

মূল সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হয় দুই শিশুশিল্পীর দ্বৈতকন্ঠের আবৃত্তি দিয়ে৷ তারপর বিহঙ্গম-এর কিশোর-কিশোরী শিক্ষার্থীদের দুটি দল যথাক্রমে পরিবেশন করে অরুণাভ লাহিড়ী সংকলিত দুটি সমবেত আবৃত্তি-আলেখ্য ‘কল্পলোকের গল্পকথা’ ও ‘দূরের চিঠি’৷ পরিচালনায় মধুমতী লাহিড়ী। রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান নিয়ে অরুণাভ লাহিড়ীর প্রকাশিতব্য বইয়ের কিছু নিদর্শন সম্বলিত সঙ্গীতালেখ্য ‘তোমার সুরের ধারা’ পরিবেশন করেন বিহঙ্গম-এর সঙ্গীত বিভাগের শিল্পীরা৷ সঙ্গীতালেখ্যর পর অভিরূপা ভাদুড়ী সংকলিত সমবেত আবৃত্তি আলেখ্য ‘প্রাণ আছে’ পরিবেশন করে বিহঙ্গম-এর তরুণ ছাত্রছাত্রীরা৷ সবশেষে ‘ভাব ও রূপ’-এর নিবেদনে ছিল সঙ্গীত, নৃত্য ও কবিতায় সাজানো আলেখ্য ‘প্রার্থনার গান’৷ রচনা অরুণাভ লাহিড়ী৷ সমগ্র সঙ্গীত পরিচালনায় ছিলেন ঝর্ণা ভট্টাচার্য ৷ প্রতিটি পরিবেশনাই ছিল অনুশীলিত এবং উপভোগ্য৷ এদিন একটি মনোজ্ঞ সম্বর্ধনা অনুষ্ঠানে বিহঙ্গম-এর পক্ষ থেকে সম্বর্ধিত করা হয় পাঠভবন বিদ্যালয়ের শিক্ষক বিশিষ্ট চিত্রশিল্পী গৌতম চৌধুরীকে৷ অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত সুশৃঙ্খল এই অনুষ্ঠানটির জন্য সুপ্রিয় ভট্টাচার্য ও সহযোগীদের একাগ্র প্রচেষ্টা বিশেষভাবে উল্লেখযোগ্য।