Monday, February 3, 2025
টলিউডলাইম-Light

মনুষ্যত্বই প্রকৃত ধর্ম

নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। পরিচালক আতিয়ুল ইসলামের ‘ফতেমা’ সম্পর্কে লিখেছেন শ্যামলী বন্দোপাধ্যায়

রিক্সাচালকের মেয়ে ফতেমা। তার একটাই স্বপ্ন, লেখাপড়া করে একটা ভাল চাকরি জোগার করা। ফতেমার ভাবনা, এভাবেই পরিবারের অর্থকষ্ট দূর করবে সে। কিন্তু, মানুষ ভাবে এক, আর হয় আর এক। আচমকাই ফতেমার বাবার পক্ষাঘাতগ্রস্ত হওয়ার কারণে রিক্সা চালানো বন্ধ হয়ে যায়। সংসারের একমাত্র উপার্জনকারী বসে যাওয়ায় সংসারের হাল ধরার জন্য ফতেমাকে লেখাপড়া বন্ধ রেখে, আয়ের সংস্থান করার কথা ভাবতে হয়। এরপর স্থানীয় এক পুরোহিতের বাড়িতে ঘর মোছা, বাসন মাজার কাজ শুরু করে ফতেমা।

পুরোহিত সাধন ঠাকুর ফতেমাকে বোনের মতো দেখতেন। ফতেমার কাজে সন্তুষ্ট হয়ে, তাকে রান্না এমনকী ঠাকুরের ভোগ তৈরির কাজও করাতেন। এর মধ্যে ফতেমার বাবা মারা গেলেন। আর মাকে তো অনেক আগেই হারিয়েছে সে। দয়া পরবশ হয়ে অনাথ ফতেমাকে নিজের বাড়িতে স্থান দিলেন পুরোহিত সাধন ঠাকুর। ভাই-বোনের সংসার সুন্দরভাবেই চলতে শুরু করল। কিন্তু জাতপাত নির্ভর সমাজ এই ঘটনাকে একেবারেই ভালভাবে মেনে নিল না।

Dsc 7374
মনুষ্যত্বই প্রকৃত ধর্ম 4

জটিলতা শুরু হলো নানাভাবে। হিন্দুর ঘরে থাকা, পুজোর কাজ করার জন্য মুসলমানরা ভাবল ফতেমা হিন্দু হয়ে গেছে। তারা তাকে একঘরে করে দিল। অন্যদিকে হিন্দুরাও পুরোহিতের বাড়িতে মুসলমানের মেয়ের থাকা, রান্না করা এমনকী ঠাকুরের কাজ করার বিষয়টাকে একেবারেই মেনে নিতে পারল না। তারাও পুরোহিতকে সামাজিকভাবে বয়কট করল। এরপর থেকে বাড়ির পুজোপাঠে আর ডাক পান না সাধন ঠাকুর। স্বাভাবিকভাবেই তাঁরও আয়ের পথ বন্ধ হয়ে যায়। সংকট নেমে আসে সংসারে। সামান্য জমানো টাকায় আর কতদিন চলবে তাদের? বাধ্য হয়ে সাধন ঠাকুর ও ফতেমা–দুজনেই কাজ খোঁজার চেষ্টা করে।

Dsc 7776
মনুষ্যত্বই প্রকৃত ধর্ম 5

শেষ পর্যন্ত কী তাদের কোনও কাজ জুটবে? কী হবে তাদের পরিণতি, তা জানা যাবে ছবি মুক্তির পর। ‘ফতেমা’-র পরিচালক আতিয়ুল ইসলাম। সমাজে জাতপাতের যে চিরন্তন অন্ধ জটিলতা, তারই বিরূদ্ধে একটি বার্তা ছবির মাধ্যমে পৌঁছে দিতে চেয়েছেন তিনি। ছবিতে সাধন ঠাকুরের ভূমিকায় অভিনয় করেছেন টলিউডের এই সময়ের অন্যতম শক্তিশালী অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ফতেমার চরিত্রে আছেন নবাগত অভিনেত্রী মুন। এছাড়াও বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন লাবনী সরকার, রাজু মজুমদার, সান্ত্বনা বসু, বরুণ চক্রবর্তী, অনিন্দিতা সোম, মনোজিত বড়াল প্রমুখ। সম্প্রতি ছবির টিজার, পোস্টার মুক্তি পাওয়ার পরেই দর্শকদের মনে ‘ফতেমা’ দেখার আগ্রহ তীব্র হয়েছে। খুব শীঘ্রই ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক।