রহস্য-রোমাঞ্চ ও সাসপেন্সে ভরপুর ‘ত্রিভুজ’
নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। রহস্য-রোমাঞ্চ-সাসপেন্সের মিশেলে তৈরি বাপ্পার ছবি ‘ত্রিভুজ’ নিয়ে লিখেছেন সোমনাথ লাহা।
তিনটি অন্যধারার ছোট গল্প। প্রত্যেকটি গল্পই রহস্য-রোমাঞ্চ-সাসপেন্সে ভরপুর। এর পাশাপাশি কাহিনির মধ্যে রয়েছে রোমান্টিকতার পরতও। এক অর্থে বাণিজ্যিক ছবির যাবতীয় উপাদানে পরিপূর্ণ তিনটি গল্পই আবদ্ধ একটি সূক্ষ্ম বন্ধনে। এহেন বিষয়ভাবনাকে কেন্দ্র করেই পরিচালক বাপ্পার ডার্ক থ্রিলার ‘ত্রিভুজ’। ধাগা প্রোডাকশন নিবেদিত এই ছবি মূলত এক অ্যান্থোলজি। তিনটি গল্প নিয়ে তৈরি এই ছবির প্রথম গল্প পেইন্টিং নিয়ে, দ্বিতীয় গল্পটি ফটোগ্রাফি এবং শেষেরটি ভিডিওগ্রাফি। ছবির তিনটি কাহিনিকে আলাদা আলাদা প্রেক্ষাপটে মেলে ধরার জন্য রাজ্যের তিনটি জায়গা–কলকাতা, শান্তিনিকেতন ও বর্ধমানে ছবির শুটিং করেছেন পরিচালক। তিনটি গল্পে আলাদা পটভূমি এবং একইসঙ্গে প্রাকৃতিক বৈচিত্র্যময়তার ছোঁয়া দিতেই পরিচালকের এহেন সিদ্ধান্ত। সম্প্রতি শেষ হয়েছে ‘ত্রিভুজ’-এর শুটিং।
ছবির কলাকুশলীদের তালিকাতেও রয়েছে চমক। টলিউডের পাশাপাশি মুম্বই এবং বাংলাদেশ থেকেও অভিনেতা চয়ন করেছেন পরিচালক এই ছবির জন্য। এই ছবির হাত ধরেই প্রথমবার বাংলা ছবিতে পা রাখতে চলেছেন বলিউডের অভিনেতা আকাশ সিনহা। আকাশকে ইতিমধ্যেই বলিউডে দেখা গিয়েছে ‘শহিদ’, ‘ফটোগ্রাফ’, ‘গ্যাংস অফ ওয়াসিপুর’, ‘ডক্টর জি’-র মতো ছবিতে। রাজকুমার রাও, নওয়াজউদ্দিন সিদ্দিকী, আয়ুষ্মান খুরানার মতো বি-টাউনের প্রথম সারির অভিনেতাদের সঙ্গে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন আকাশ। পেয়েছেন নেটিজেনদের ভালোবাসাও। ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন দেবলীনা দত্ত, বাসবদত্তা চট্টোপাধ্যায়, অপরাজিতা ঘোষ, সায়ন্তনী গুহঠাকুরতা, দেবেশ রায়চৌধুরী, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, সৌম্য বন্দ্যোপাধ্যায়, দেবপ্রসাদ হালদার ও ফিরদৌসী বসু। ‘ত্রিভুজ’-এ রয়েছেন বাংলাদেশের পরিচিত অভিনেতা খালেদ মেহবুব তুর্য।
ছবির কাহিনি লিখেছেন পরিচালক স্বয়ং। চিত্রনাট্য লিখেছেন অনির্বাণ ঘোষ, সাশ্রিক গঙ্গোপাধ্যায় ও সৌমিত। সংগীত ও আবহ পরিচালনায় প্রাঞ্জল দাস। ছবিতে রয়েছে তিনটি গান। সিনেমাটোগ্রাফার অপু মুখোপাধ্যায়। সম্পাদনায় অরিত্র দত্ত বণিক। ছবির অ্যাকশন মাস্টার দিব্যেন্দু মৈত্র। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্টলুক পোস্টারসহ শিল্পীদের লুক। ছবির পোস্টারে দেখা গিয়েছে দাবার বোর্ড, সেখানে কিং বা কুইন-এর গুরুত্ব ঠিক কতটা, তা অবশ্য ‘ত্রিভুজ’ দেখলেই বোঝা যাবে।
বরাবরই অন্যধারার ছবি তৈরি করতে পছন্দ করেন বাপ্পা। এটি তাঁর তৃতীয় ছবি। ইতিপূর্বে ‘শহরের উপকথা’-র মতো বাংলা ছবির পাশাপাশি ‘গিরগিট’-এর মতো হিন্দি ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। নারীকেন্দ্রিক গল্প নিয়ে ‘ত্রিভুজ’ ছবিটিও যে দর্শকদের আকর্ষণ করবে, এমনটাই মনে করেন বাপ্পা। সবকিছু ঠিকঠাক থাকলে, এবছর সেপ্টেম্বর মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।