লাইট-ক্যামেরা-একশন
‘আমার আমি’ চ্যানেলে প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় আপনারা দেখছেন লাইভ অনলাইন অনুষ্ঠান লাইট-ক্যামেরা-একশন। সিনেমা, টিভি, মঞ্চ ও রেডিও–বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষজনের সঙ্গে জমে ওঠে আড্ডা। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতা ও শিল্পীদের উৎসাহিত করুন। গত ২৩শে আগস্ট সন্ধ্যা ৭টায় উপস্থিত ছিলেন সৌমিতা মুভিজের কর্ণধার প্রখ্যাত প্রযোজক সুবীর ঘোষ।
বাচিক শিল্পী, লেখক, চিত্রনাট্যকার, সিনেমা পরিচালক সুবীর মণ্ডল। একাধারে নানা গুণে গুণী এক সৃষ্টিশীল মানুষ তিনি। যুক্ত থেকেছেন আকাশবাণী কলকাতা ও কলকাতা দূরদর্শনের সঙ্গে। আগামী ৩০ আগস্ট সন্ধ্যা ৭টায় তিনি থাকবেন আমাদের এই আড্ডায়। শুনবো তাঁর নানা অভিজ্ঞতা আর সাম্প্রতিক ছবির কাজ, গায়ক নচিকেতার কাহিনি নিয়ে সিনেমা নির্মাণের গল্প।