লিলিপুট অবতারে টিআরপি উর্দ্ধে
আকারে ছোট হলেও বিনোদন ক্ষেত্রে টেলিভিশনের গুরুত্ব আজ অসীম। মেগা থেকে রিয়ালিটি, গেম শো থেকে ম্যাগাজিন–টিভি শোয়ের চাহিদা ছিল, আছে, থাকবে। এই বিভাগে তারই খবর প্রতি সপ্তাহে। জগদ্ধাত্রী ওরফে জ্যাস সান্যালকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছে ‘লিলিপুট’ রূপী আকাশ ! টিআরপি তালিকায় শীর্ষে ‘জগদ্ধাত্রী’। লিখেছেন সোমনাথ লাহা।
এই মুহূর্তে বাংলা মেগা ধারাবাহিকে শীর্ষ স্থানটি দখল করে রয়েছে জি বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ব্লুজ নির্মিত এই ধারাবাহিকের সৌজন্যে দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরেই দাপুটে অভিনয় করছেন আকাশ ঘোষ। মেগায় ‘লিলিপুট’ চরিত্রে তাঁর অভিনয় রীতিমতো নজর কেড়েছে। বিপুল প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে। মেগার কাহিনি এখন যে পর্যায়ে রয়েছে, সেখানে জগদ্ধাত্রী ওরফে জ্যাস সান্যালকে কড়া চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে লিলিপুট চরিত্রটি।
খেলার মাঠে এক ক্রিকেটারের রহস্যমৃত্যু ঘটে। নেট প্র্যাকটিস চলাকালীন বল করার সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে নতুন ক্রিকেটার। দানা বাঁধে রহস্য। এহেন রহস্য সমাধান করতে আসে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসার জগদ্ধাত্রী ওরফে জ্যাস সান্যাল। তারপরই ঘটতে থাকে একের পর এক ঘটনা। এই সব ঘটনাকে পর্দায় চলমান করে তুলছেন যাঁরা, এই মুহুর্তে আকাশ তাঁদের অন্যতম। বাংলা টেলিভিশন তথা ছোটপর্দার অত্যন্ত পরিচিত মুখ আকাশ ঘোষ। শিশুশিল্পী হিসেবে ২০০৮-এ সুশান্ত দাসের ‘মা’ ধারাবাহিকটির হাত ধরে অভিনয় অঙ্গনে পথচলা শুরু তার। দীর্ঘ ১৭ বছর ধরে বিভিন্ন চরিত্রে বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করেছেন এই অভিনেতা।
শুধু ছোটপর্দা নয়, বড়পর্দাতেও কাজ করেছেন তিনি। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘ভিঞ্চিদা’-তে রুদ্রনীল ঘোষের কিশোর বয়সী চরিত্রে অভিনয় করেছেন আকাশ। নিজের এত বছরের অভিনয় জীবনে এই প্রথমবার স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত এই তরুণ। তাঁর কথায়, “প্রথমে ব্লুজ প্রযোজনা সংস্থার তরফ থেকে ফোন পেয়ে আমি তো বেশ অবাকই হয়ে গিয়েছিলাম। সবচেয়ে ভালো লেগেছিল, যখন স্নেহাশিসদা ফোনে ‘লিলিপুট’ চরিত্রটা সম্পর্কে আমাকে বলেন। আমার কথা ভেবেই উনি এরকম একটা চরিত্র লিখেছেন, এটা আমার কাছে সত্যিই বিরাট প্রাপ্তি।”
লিলিপুট চরিত্রটা নেগেটিভ হলেও এর মধ্যে প্রচুর শেড রয়েছে। আকাশের কথায়, “নেগেটিভ চরিত্র আমি এর আগেও করেছি। তবে, এই চরিত্রটা নেগেটিভ হলেও, এর মধ্যে একটা অদ্ভুত রহস্য লুকিয়ে রয়েছে। ইতিমধ্যেই দর্শক আমার অভিনীত এই চরিত্রটিকে অনেকটাই দেখে ফেলেছেন। তাঁরা কিছুটা আন্দাজও করতে পেরেছেন যে লিলিপুট চরিত্রটির মধ্যে এমন কিছু রয়েছে, যা এখনও অজানা।” টিআরপি তালিকায় শীর্ষে স্থানে থাকা একটি ধারাবাহিকের গল্পে নতুন ও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে পেরে যথেষ্টই আনন্দিত আকাশ। তাঁর মতে, “এই ধারাবাহিকটির জনপ্রিয়তা এতটাই যে আমার এই চরিত্রটি অনায়াসেই দর্শকদের নজর কেড়েছে।” এমনকী লিলিপুট চরিত্রটিতে অভিনয়ের জন্য সোশ্যাল মিডিয়ার পাশাপাশি সামনাসামনিও দর্শকদের থেকে খুব ভালো ফিডব্যাক পেয়েছেন বলে জানিয়েছেন আকাশ।
প্রসঙ্গত, এই ধারাবাহিকে জগদ্ধাত্রী ওরফে জ্যাস সান্যালের চরিত্রে রয়েছেন অঙ্কিতা চক্রবর্তী। স্বয়ম্ভুর চরিত্রে আছেন সৌমদীপ মুখোপাধ্যায়। অনান্য চরিত্রে অভিনয় করেছেন রূপসা চক্রবর্তী, প্রেরণা ভট্টাচার্য, ত্বরিতা চট্টোপাধ্যায়, সোমা দে, মৌমিতা গুপ্ত, সুপ্রিয় দত্ত, দেবজয় মল্লিক প্রমুখ। জি বাংলায় ‘জগদ্ধাত্রী’ দেখা যাচ্ছে সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায়।