শিবভক্তিরসে সমৃদ্ধ কয়েকটি গান
গত ১৮ ফেব্রুয়ারি ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেলে মুক্তি পেল ‘শৈবতীর্থ তারকেশ্বর’ নামের একটি অডিও জুকবক্স। যদুনাথ বাগের কাহিনী অবলম্বনে নির্মিত নতুন বাংলা ভক্তিমূলক ফিচার ছবি ‘শৈবতীর্থ তারকেশ্বর’। ফিল্মের নামানুসারেই জুকবক্সটির নামকরণ করা হয়েছে। ভক্তিরসের ওপর ভিত্তি করে সৃষ্ট মোট আটটি গান এখানে রয়েছে। গানগুলির রচয়িতা দেবজয় ব্যানার্জি। সঙ্গীত পরিচালক অংশুমান চট্টোপাধ্যায়। সমাহারটিতে রয়েছে স্বাতী ভট্টাচার্য্যের কন্ঠে ‘তোমার দুটি চোখের তারায়’ ও ‘এ কেমন করুণা প্রভু’, শিবাজী চট্টোপাধ্যায়ের কন্ঠে ‘কোন দোষে প্রভু আমার এই যাতনা’ ও ‘এ আঁধার কাটে না আর’, অংশুমান চট্টোপাধ্যায়ের কন্ঠে ‘ভোলা মন’ ও ‘আমি তোমার চরণে পাই যেন ঠাঁই’, তাপস চট্টোপাধ্যায়ের কন্ঠে ‘আমার নয়ন জলে’ এবং অংশুমান চট্টোপাধ্যায়, তাপস চট্টোপাধ্যায় ও স্বাতী ভট্টাচার্য্যের সমবেত গান ‘বোম বোম ভোলে’।
বাবা তারকনাথ প্রোডাকশনের প্রযোজনায় এবং বৈদ্যনাথ রায়ের নির্দেশনায় ‘শৈবতীর্থ তারকেশ্বর’-এর গানগুলি ইতিমধ্যেই প্রবল সাড়া ফেলেছে। গানগুলির ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। ইউটিউবের পাশাপাশি অন্যান্য ডিজিটাল স্টোর যেমন, আইটিউনস, গানা, জিওসাভন, ন্যাপস্টার, অ্যামাজন প্রাইম মিউজিক, স্পটিফাই-তেও গানগুলি শোনা যাচ্ছে।