শেষ পাতা : ঋণের মাপজোখ
নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। পয়লা বৈশাখে মুক্তি পাচ্ছে ‘শেষ পাতা’। কী আছে লেখার শেষ পাতায়–তাই নিয়ে আগ্রহ তুঙ্গে। লিখেছেন প্রিয়রঞ্জন কাঁড়ার।
আগামী ১৪ এপ্রিল মুক্তি পেতে চলেছে পরিচালক অতনু ঘোষের ছবি ‘শেষ পাতা’। ফ্রেন্ডস কমিউনিকেশন প্রযোজিত এই ছবিটি একটি অর্থনৈতিক ঋণ এবং জীবনের অন্যান্য কিছু ঋণের অনুষঙ্গে রচিত। একটি ঋণদান প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর দাতার সংশয় এবং গ্রহীতার অস্বস্তি চরিত্রগুলির অন্তরমহলে যে কুয়াশা তৈরি করে–সেই অস্পষ্টতার আবহে চরিত্রগুলির বিবর্তন নিয়েই এই ছবি।
এককালে সুসাহিত্যিক হওয়ার স্বপ্নদর্শী বাল্মিকী সেনগুপ্ত (প্রসেনজিৎ) বাস্তবে সিনেমার কিছু চিত্রনাট্য লিখে স্ত্রীর মৃত্যুর পর লোকচক্ষুর অন্তরালে চলে যান। বহুদিন বাদে এক প্রকাশনা সংস্থার তরফে তাঁর স্ত্রীকে নিয়ে একটি বই লেখার প্রস্তাব আসে। চুক্তির অগ্রিম টাকাও গ্রহণ করেন বাল্মিকী। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে সম্পূর্ণ লেখাটা তাঁর কাছ থেকে আদায় করতে গিয়ে সমস্যায় পড়েন প্রকাশক। লেখার শেষ পাতা নিয়ে এই টানাপোড়েনের পিছনে কোন জীবন-সত্য লুকিয়ে আছে, তা জানার জন্য দর্শককে ছবিটি দেখতে হবে।
ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন গার্গী রায়চৌধুরী (মেধা), বিক্রম চট্টোপাধ্যায় (সৌনক), রায়তি ভট্টাচার্য (দীপা) প্রমুখ। সঙ্গীত দেবজ্যোতি মিশ্র। সৌমিক হালদারের সিনেমাটোগ্রাফিতে সম্পাদনা করেছেন সুজয় দত্ত রায়। শিল্প নির্দেশক গৌতম বসু। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক অতনু ঘোষ নিজেই।