সমৃদ্ধ, মনোরম এও মননশীল পূজাবার্ষিকী ‘দিব্যত্রয়ী’
১৯৭৬ সালে ১৬জন আদিবাসী ছেলেকে নিয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী নিত্যানন্দ মহারাজ শুরু করেছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, আগরপাড়া। সমাজের বঞ্চিত, অবহেলিত শিশুদের যোগ্য শিক্ষায় শিক্ষিত করে, নিজের পায়ে দাঁড়াবার জন্য প্রতিষ্ঠা করেছেন স্কুল, কলেজ! অবহেলিত নারীরাও স্থান পেয়েছেন এই প্রতিষ্ঠানে! এখানে স্থান পেয়ে নিজেদের অন্যধারার জীবন খুঁজে নিয়েছে অনেক অন্ধ, মূক, বধির মেয়ে। সম্প্রতি এই মিশনেরই উদ্যোগে প্রকাশিত হলো কয়েকজন গুণী মানুষের লেখায় সমৃদ্ধ পূজাবার্ষিকী দিব্যত্রয়ী
রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের প্রধান কর্মসচিব স্বামী নিত্যারূপানন্দ মহারাজের সদর্থক ভাবনা এবং অনুপ্রেরণায় প্রস্তুত ও প্রকাশিত হয়েছে ‘দিব্যত্রয়ী’ । তাঁর কলমে প্রকাশ পেয়েছে এই মিশনের প্রতিষ্ঠাতা স্বামী নিত্যানন্দ মহারাজের স্বপ্ন রূপায়নের কথা! প্রসঙ্গত, স্বামী নিত্যানন্দ মহারাজের স্বপ্ন ছিল একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা–যাঁর রূপদানে প্রয়াসী তাঁর যোগ্য শিষ্য স্বামী নিত্যারূপানন্দ মহারাজ। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে রামকৃষ্ণ পরমহংস বিশ্ববিদ্যালয়। এছাড়াও, এই পত্রিকায় স্থান পেয়েছে অন্যান্য স্বনামধন্য লেখকের রচনা।
২২৪ পাতার এই পত্রিকায় রয়েছে গল্প, কবিতা, রম্য রচনা, নাটক ও অন্যান্য বিভাগ। রচনাগুলি তথ্যসমৃদ্ধ, ব্যতিক্রমী, সুলিখিত ও উপভোগ্য। পাঠককে সহজেই তৃপ্ত করবে সংখ্যাটি। পত্রিকার মুখ্য সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ। মূল পরিকল্পনা ও সম্পাদনা করেছেন অধ্যাপক মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়। সহ সম্পাদনায় জয়শ্রী ভট্টাচাৰ্য ভৌমিক, মহুয়া ভট্টাচার্য এবং বিধান সাহা। পত্রিকাটির দাম ২০০ টাকা।