Monday, February 3, 2025
বলিউডলাইম-Light

সিনিয়র বচ্চনের ফুটস্টেপ ধরে

নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। বলিউডের সফল প্রযোজক ও পরিচালক সুজিত সরকারের আগামী ছবিতে অভিষেক বচ্চন। লিখেছেন সোমনাথ লাহা

অমিতাভ বচ্চনের সঙ্গে পরিচালক সুজিত সরকারের সুসম্পর্ক সর্বজনবিদিত। টিনসেল টাউনে কান পাতলেই শোনা যায় নতুন কোন‌ও প্রজেক্ট শুরু করার আগে নাকি একবার হলেও বিগ বি-কে সেই ছবিতে নেওয়া যায় কিনা, এমন কথা ভাবেন পরিচালক। অমিতাভ ও সুজিতের যুগলবন্দি ইতিমধ্যেই ‘পিকু’, ‘গুলাবো সিতাবো’ ও ‘পিঙ্ক’ -এর মতো ছবি উপহার দিয়েছে দর্শকদের। এখানেই শেষ নয়। বিগ-র সঙ্গে বহু বিজ্ঞাপনী ছবির কাজ‌ও করেছেন সুজিত। তবে, যে কোনও কারণেই হোক, এখনও পর্যন্ত সবকিছু সম্পূর্ণ হ‌ওয়ার পরেও আলোর মুখ দেখেনি তাঁদের যুগলবন্দির ‘শু বাইট’ ছবিটি। সেই ছবি মুক্তি না পাওয়ায় আক্ষেপ‌ও করেন অমিতাভ।

এবার বাবার ফুটস্টেপ ধরেই সুজিতের ছবিতে অভিষেক বচ্চন। প্রসঙ্গত, বচ্চন পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও সুজিতের সম্পর্ক বহুদিনের। আর অভিষেকের সঙ্গে এখন‌ও পর্যন্ত কাজ না করলেও, সুজিতের সঙ্গে তাঁর বন্ধুত্বের কথাও সকলের জানা। একসঙ্গে ফুটবল‌ও খেলেন তাঁরা। সুজিত ও অভিষেক নিজস্ব কাজের বাইরে রীতিমতো যে ‘সকার ফ্যান’ তা বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই একসঙ্গে কাজ করার পরিকল্পনা করছিলেন দু’জনেই। তাই নিজের আগামী লাইফ ড্রামা ছবিতে অভিষেককেই মুখ্য চরিত্রে ভেবেছেন সুজিত। দু’জনের মধ্যে কথাবার্তাও নাকি অনেকদূর এগিয়েছে। ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন রনি লাহিড়ি। সবকিছু ঠিকঠাক থাকলে এবছরের মাঝামাঝি সময় থেকে শুরু হবে ছবির শুটিং। যদিও ছবির বিষয়ে এখন‌ও পর্যন্ত মুখ খোলেননি সুজিত-অভিষেক দু’জনের কেউই।

প্রসঙ্গত, নিজের কেরিয়ারের দ্বিতীয় পর্যায়ে এসে বেছে বেছে ছবি করছেন অভিষেক। তাঁর কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই বেশ কিছু ভালো ছবির নাম যুক্ত হয়েছে। সেই তালিকায় রয়েছে অনুরাগ কাশ্যপের ‘মনমর্জিয়া’, অনুরাগ বসুর ‘লুডো’, তুষার জালোটার ‘দশভি’-র মতো ছবি। এরমধ্যে ‘লুডো’ ও ‘দশভি’ ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত ছবি। গতবছর ‘দশভি’-র জন্য ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কার উঠে এসেছে অভিষেকের ঝুলিতে। এটা বলতেই হয়, ওটিটি প্ল্যাটফর্মের সৌজন্যে তাঁর অভিনয় প্রতিভাকে ভিন্ন মাত্রায় মেলে ধরেছেন অভিষেক। ‘ব্রিদ ইনটু দ্য শ্যাডোস’-এর মতো ওয়েব সিরিজেও তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় রয়েছে অভিষেকের ‘ঘুমর’। ছবিটির পরিচালক আর বালকি। এখানেও সিনিয়র বচ্চনের পদাঙ্ক অনুসরণ করেছেন তিনি আগেই, ভিন্নধারার ছবি ‘পা’-এর সৌজন্যে। এছাড়া পরিচালক আর পার্থিবনের ‘এস‌এসএস ৭’ ছবিতেও অভিনয় করছেন অভিষেক। সুজিতের ছবিটিও যে তাঁর কেরিয়ারে অন্য মাত্রা যোগ করতে চলেছে তাতে কোন‌ও সন্দেহ নেই।

একটা কথা এই প্রতিবেদন লিখতে গিয়ে বিশেষভাবে মনে হচ্ছে। বিগ বচ্চনের ছেলে হিসেবে ইন্ডাস্ট্রিতে শুরু থেকেই বাড়তি সুযোগ পেয়ে আসছেন তিনি–অভিযোগটি কিন্তু আংশিক সত্য। রামগোপাল বর্মার ‘সরকার’ ফ্র্যাঞ্চাইজি বা ‘পা’ ছবিতে অমিতাভের যাবতীয় প্রভাব প্রতিপত্তির পাশেও সমানভাবে নজর কেড়েছেন অভিষেক। যশরাজ ফিল্মস-এর ‘ধুম’ সিরিজ বা রোহিত শেঠির ‘বোল বচ্চন’, মনি রত্নমের ‘যুবা’, ঋতুপর্ণ ঘোষের ‘অন্তরমহল’, রাকেশ ওমপ্রকাশ মেহরার ‘দিল্লি ৬’, করণ জোহরের ‘কভি আলবিদা না কহনা’ ছবিতে জুনিয়র বচ্চনের নানা মাত্রার অভিনয় দেখেছে হিন্দি ছবির দর্শক।

Kapil Sharma Abhishek Bachchan
সিনিয়র বচ্চনের ফুটস্টেপ ধরে 5

প্রচুর ফ্লপ ছবিও রয়েছে তাঁর কেরিয়ারে। যেটা অনেক তারকার ক্ষেত্রেই ঘটে। অমিতাভ বচ্চনের ক্ষেত্রেও ঘটেছে। খুব ভালো করে ভেবে দেখলে, বচ্চন পরিবারের ছেলে হওয়াটা আদতেই অভিষেকের পক্ষে না বিপক্ষে গেছে, সেটা বিতর্কের বিষয়। পরপর একাধিক ছবি ফ্লপ করার পরও সুযোগ পেয়েছেন তিনি, অন্য কেউ হলে হয়তো এ সুযোগ জুটত না ! এটা যেমন ঠিক, তাঁর ভালো কাজের জন্যও প্রাপ্য কৃতিত্ব অনেক সময়েই পাননি অভিষেক, এও এক নির্মম সত্য। চারিত্রিকভাবে বচ্চন পরিবারের এই তরুণ তাঁর প্রজন্মের অন্য তারকা বা বলিউডের তারকা পুত্রকন্যাদের আচার ব্যবহার সাপেক্ষে বরাবর প্রযোজক, পরিচালক ও সংবাদ মাধ্যমের প্রশংসা কুড়িয়েছেন। তাঁর বারবার কাজ পাওয়ার এটাও এক কারণ। এতকিছুর পরেও সুজিত সরকারের এই ছবি অভিষেকের ক্ষমতার আর একবার এসিড টেস্ট। তাতে কতটা উৎরোতে পারেন সে কথা সময়ই বলবে। ভিকি কৌশলকে নিয়ে তৈরি সুজিতের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘সর্দার উধম’ রীতিমতো প্রশংসিত ও সমাদৃত হয়েছে।   এবার অভিষেক বচ্চনের সঙ্গে সেলুলয়েডে কোন ম্যাজিক সৃষ্টি করেন সুজিত, তা জানার জন্য অপেক্ষায় থাকবে বলিউড সহ তামাম সিনেপ্রেমীরা।