সুন্দরবনের নিপীড়িত কন্যাদের জন্য রক্ষাবন্ধন কর্মসূচী
রাখিবন্ধন উৎসবকে যথার্থ রূপ দিল কথাকলি স্বপ্নপূরণ ওয়েলফেয়ার সোসাইটি ও এসভিএফ ইন্ডিয়া। সুন্দরবন অঞ্চলের কন্যাসন্তানদের ঘিরে তাদের এই উদ্যোগ-আয়োজন। সংবাদ মাধ্যম সূত্রে আমরা সকলেই জানি, কী কঠিন ও সংগ্রামময় যাপন এদের। তবে, এই জানাটাও আংশিক। আসল অবস্থাটা ভয়াবহ ! প্রতি মুহূর্তে বিভিন্ন সামাজিক অপরাধের শিকার তারা। নারীপাচার চক্র, বাল্যবিবাহ থেকে অপহরণ, শোষণ ও অত্যাচার এবং সর্বোপরি যৌন নির্যাতনের কারণে বিপর্যস্ত তাদের জীবন। রক্ষাবন্ধন ক্যাম্পেন-এর মাধ্যমে এই কন্যাদের পাশে দাঁড়িয়েছে এই দুই সংস্থা।
এই কার্যক্রমের মাধ্যমে ৪৫০ জন মেয়েকে আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে কাজ করবেন ওঁরা। এ বাবদ সাধারণ মানুষের কাছে এই ক্যাম্পেনের মাধ্যমেই ডোনেশনের আবেদনও জানাচ্ছেন উদ্যোক্তারা। ক্যাম্পেনের মুখ হয়েছেন অভিনেতা, পরিচালক ও লেখক সৌরভ চক্রবর্তী। সুন্দরবনের নির্যাতিতা কন্যাদের অসহায় জীবনছবিটি অতি প্রাচীন। যুগ যুগ ধরে চলে আসছে, ওদের ঘিরে গড়ে ওঠা সামাজিক বঞ্চনার ইতিহাস। আর্থসামাজিক কারণে তাতে সামিল হয়েছে অপরাধচক্র। আর্থসামাজিক প্রেক্ষিতেই শিক্ষায় পিছিয়ে আছে এই কন্যারা। শিক্ষা দেয় বোধ, চেতনা, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব। কথাকলি স্বপ্নপূরণ ওয়েলফেয়ার সোসাইটি ও এসভিএফ ইন্ডিয়া যৌথভাবে তাই সেই শিক্ষার আলো পৌঁছে দেওয়ার উদ্যোগকেই নিজেদের ব্রত করেছে।
আগামী ৩০ আগস্ট হলো রাখিবন্ধন উৎসব। ওইদিন পর্যন্ত আয়োজিত সমগ্র আগস্ট মাস জুড়ে চলা এই ক্যাম্পেনকে কেন্দ্র করে এই দুই সংস্থার বিস্তীর্ণ কর্মকাণ্ড ইতিমধ্যেই আগ্রহ সৃষ্টি করেছে সংশ্লিষ্ট মহলে। প্রসঙ্গত সৌরভ জানিয়েছেন, আমি শিক্ষার যে শক্তি, তাতে মনেপ্রাণে বিশ্বাস রাখি। সেই বিশ্বাস থেকেই এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছি। শিক্ষা দেয় জ্ঞান ও কর্মকুশলতা, যা মানুষের ভবিষ্যতকে শক্ত জমিতে প্রতিষ্ঠা করতে সাহায্য করে। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলি ও দুর্গম দ্বীপ অঞ্চলে শিক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে কথাকলি স্বপ্নপূরণ ওয়েলফেয়ার সোসাইটির এই উদ্যোগে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। কথাকলি স্বপ্নপূরণ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা শতরূপা মজুমদারের কথায়, স্বপ্নপূরণ একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান, যারা সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে ইংরেজি মাধ্যমে স্কুল চালু করেছে। আমাদের লক্ষ্য, গুণমানযুক্ত শিক্ষার বিস্তার, যা এখানকার মেয়েদের কঠিন লড়াইয়ের হাতিয়ার হিসেবে কাজ করবে ভবিষ্যতে। নিজস্ব প্রতিনিধি