Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

‘সুরছন্দম’ এর সাংস্কৃতিক সন্ধ্যা

বর্ষামুখর এক বিকেল ও সন্ধ্যা সেজে উঠতে চলেছে নানারঙের গান, নাচ, গল্প ও আবৃত্তির ডালিতে। আয়োজক কলকাতার ‘সুরছন্দম’। সংস্কৃতিপ্রেমী দর্শক-শ্রোতার জন্য এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে রবীন্দ্র ওকাকুরা ভবন মঞ্চে (সল্টলেক সিটি সেন্টারের নিকট) আগামিকাল বিকেল পাঁচটায়। পরিচালনা কৃষ্ণেন্দু ভট্টাচার্য ও রেমা ভট্টাচার্য।