Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

সুরমালঞ্চ মিউজিক কলেজের রবীন্দ্রজন্মজয়ন্তী পালন

প্রতি বছরের মতো এবারেও কোচবিহারের সুরমালঞ্চ মিউজিক কলেজের ক্লাসঘরে অনাড়ম্বর ঘরোয়া পরিবেশে পালিত হল রবীন্দ্রজন্মজয়ন্তী পালন অনুষ্ঠান। প্রদীপ, ফুলের মালা, ধূপে কবির ফটোকে সাজিয়ে অনুষ্ঠান শুরু হয় ছোটদের সমবেত কন্ঠের গানে। প্রতিষ্ঠানের সুপারিন্টেন্ডেন্ট তথা সঙ্গীত শিক্ষিকা সুদেষ্ণা চৌধুরী, প্রিন্সিপাল তথা তবলা শিক্ষক অমলেশ চৌধুরী, গিটার শিক্ষক অজয় পাল, আবৃত্তি শিক্ষক অসীম কুন্ডু, নৃত্য শিক্ষিকা অঙ্কিতা মুখার্জি ও ঋতুপর্ণা চক্রবর্তীর তত্ত্বাবধানে ছাত্রছাত্রীদের কবি প্রণামে সকালটি আনন্দমুখর হয়ে ওঠে।

গানে গানে মন কেড়ে নেয় অদৃজা কুন্ডু, ঋতুশ্রী মন্ডল, রাজর্ষি বর্মন। বড়দের সমবেত কন্ঠে ‘হে নূতন’ ছিল বেশ উপভোগ্য। ছোটদের পরিবেশিত একক ও সমবেত নৃত্য ছিল এককথায় নয়নাভিরাম। অভিভাবকদের সমবেত প্রয়াস ‘প্রেমের জোয়ারে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন ছিল অভিনব। এছাড়া আবৃত্তিতে মুগ্ধ করে নাইমা পারভিন, দেবায়ন দত্ত, সমদর্শী চৌধুরীর পরিবেশন। বেশ ভালো নিবেদন সমবেত আবৃত্তি ‘এক গাঁয়ে’।

গিটারে রবীন্দ্রনাথের বিভিন্ন গান বাজিয়ে শোনান মিনতি পাল, নিবেদিতা গোস্বামী, অরূপা সাহা ও শুভা চৌধুরী। নিবেদন উপস্থিত দর্শক-শ্রোতার মন ভরিয়ে দেয়। সব শিক্ষার্থীরাই অংশগ্রহণ করায় অনুষ্ঠান দীর্ঘায়িত হলেও কেউই কিন্তু ধৈর্য হারাননি। সকলেই মন দিয়ে উপভোগ করেছেন সুর-তাল-ছন্দে মোড়া অনুষ্ঠানটি। এলাকার উন্নত সাংস্কৃতিক পরিবেশের একটা পরিচয় মেলে এভাবেই। পঞ্চাশ ছুঁই ছুঁই প্রতিষ্ঠানটি ভবিষ্যতে এমন আরও মনোজ্ঞ অনুষ্ঠান উপহার দেবে, কোচবিহারবাসী এমনটাই প্রত্যাশা করেন।