Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

একটি ব্যতিক্রমী নিবেদন

আচার্য আশিস ভট্টাচার্য্যর ৭৯তম জন্মদিন উপলক্ষে তাঁর সুযোগ্য শিষ‍্যা সর্বানী চক্রবর্তীর একক নিবেদন ছিল অত্যন্ত ব্যতিক্রমী ও উন্নতমানের আয়োজন। ‘উদাসিয়া’ শিরোনামের এই শো আদতে এক অভিনব ডিজিটাল কনসার্ট, যা বিশ্বব‍্যাপী সাতদিন ব‍্যাপী  Shownook-এর প্ল‍্যাটফর্ম থেকে প্রচারিত হয়েছে। কথায় ও গানে ছিলেন সর্বানী চক্রবর্তী–সঙ্গে পিয়ানোয় দেবাশিস সাহা ও তালবাদ‍্যে প্রসেনজিৎ শীল। রবীন্দ্রনাথের বিভিন্ন গানে ‘উদাস’ শব্দটি নানা ব‍্যঞ্জনায় কিভাবে মূর্ত হয়েছে, সেটাই ছিল ‘উদাসিয়া’র বিষয়ভাবনা। প্রসঙ্গত, অত্যন্ত স্বল্প বিনিময়মূল্যে এই অনবদ্য শো দেখার সুযোগ পান দর্শকবৃন্দ। অন্তর্ভূক্ত ও সুপরিবেশিত গানগুলির মধ‍্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ‘আজি ঝরোঝরো মুখর বাদরদিনে’ (দুটি সুরই সংকলিত হয়), ‘উদাসিনী বেশে’, ‘মম অন্তর উদাসে’, ‘কেন সারাদিন ধীরে ধীরে’, ‘এই উদাসী হাওয়ার পথে পথে’ ও ‘কেন আমায় পাগল করে যাস’। অনুষ্ঠানে আচার্য আশিস ভট্টাচার্য্য কৃত স্বরলিপি অনুযায়ী ‘বুঝি ওই সুদূরে’-এর অপ্রচলিত সুরটি সর্বানী অনুষ্ঠানের শেষ গান হিসেবে পরিবেশন করেন, যা এককথায় ছিল চমকপ্রদ।