লুপ্তপ্রায় শিল্পকলা নিয়ে শহরের বুকে স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল ‘রংমশাল’
বাংলা ও প্রাদেশিক ক্ষেত্র থেকে লুপ্তপ্রায় প্রাচীন শিল্পকলার এক কোলাজগাথা প্রদর্শন, শিরোনাম ‘রংমশাল’। এক অর্থে এই স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল আয়োজিত হয় উত্তর কলকাতার হেদুয়া পার্কের পাশে উর্কুহার্ট স্কোয়ারে গত ৯-১২ ফেব্রুয়ারি। গত পাঁচ বছর ধরে নিজস্ব প্রয়াসে এই পথশিল্প উৎসবটি করে আসছেন ‘এ বং পজেটিভ’-এর সদস্যবৃন্দ। ২০১৭-তে কলেজ স্কোয়ারে একদিনের উৎসবের মাধ্যমে পথচলা শুরু করে, আজ সেই উৎসব হয়েছে চারদিনের।
এবছর ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে এই স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল। লুপ্তপ্রায় শিল্পকলাগুলিকে মূলস্রোতে ফিরিয়ে আনার পাশাপাশি উৎসব প্রাঙ্গনে বিভিন্ন স্টলগুলিতে প্রদর্শিত হল চিত্রশিল্পী ও হস্তশিল্পীদের বিভিন্ন কাজ। উৎসব প্রাঙ্গনে ছিল ৬০টির মতো স্টল। এছাড়াও ছিল খাবারের স্টল। এবছর চারদিনের উৎসবে প্রদর্শিত হল রণ পা, রায়বেশে, ভাটিয়ালি, পুতুল নাচ, ছৌ নাচ, সম্বলপুরি, কলকেপাতারি, বহুরূপী শিল্প, সাঁওতাল নাচ, পল্লী গান, পথ নাটক, পটের গান, ভাঙড়া, ঝাড়খন্ডি নৃত্যের মতো প্রাচীন আর্ট ফর্মগুলি।
এবছর ‘রংমশাল’ -এর থিম ছিল কৃষ্ণনামে রংমশাল। সেই কারণেই শ্রীকৃষ্ণের বিভিন্ন নাম (সুন্দর গোপাল, মুনি মনোহর,অন্তর্যামী,কালা সোনা, বনমালী, নয়ন রঞ্জন) অনুযায়ী স্টলগুলির নাম রাখা হয়েছিল। ‘এ বং পজেটিভ’-এর অন্যতম সদস্য বাপ্পা জানান, “এখানে আমরা বাংলার সমস্ত লুপ্তপ্রায় আর্ট ফর্মগুলিকে নিয়ে কাজ করছি, যেগুলো বাংলা থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে। আমাদের এই প্রচেষ্টার উদ্দেশ্য, যাতে কলকাতার মানুষ সেগুলোকে আবার দেখতে পায়।” চারদিনের এই পথশিল্প উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রেয়া পান্ডে, দেবাংশু ভট্টাচার্য ও অভিনেতা-পরিচালক ডাঃ কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। এছাড়াও চারদিনের এই পথশিল্প উৎসবে উপস্থিত ছিলেন সৌম্য বন্দ্যোপাধ্যায়, সৌরভ চট্টোপাধ্যায়, দেবলীনা দত্ত, সায়ন্তনী গুহঠাকুরতা, অপরাজিতা ঘোষ, মানসী সিনহা, দেবপ্রসাদ হালদার, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, কিঞ্জল নন্দ-র মতো অভিনেতাদের পাশাপাশি সংগীতশিল্পী উজ্জয়িনী মুখোপাধ্যায় এবং দেবেশ চট্টোপাধ্যায়, অর্পিতা ঘোষের মতো নাট্যব্যক্তিত্ব সহ বহু বিশিষ্ট মানুষজন।