মারি সংবাদ|লেখক – অর্কজিৎ দাশগুপ্ত|পাঠ প্রতিক্রিয়া|
জানালেন – প্রদীপ্তা রায়চৌধুরী সেন
বই – মারি সংবাদ
লেখক – অর্কজিৎ দাশগুপ্ত
প্রকাশক – প্রজ্ঞা পাবলিকেশন
জঁর – নন-ফিকশন
বাঁধাই – পেপার ব্যাক
মুদ্রিত মূল্য – ৪০০ /-
মারি, মহামারি, অতিমারি, এই শব্দগুলোর সঙ্গে আমাদের পরিচিতি খুব একটা তেমন ছিল না। বলা ভালো, মহামারি শব্দটা আমরা জানতাম, তাও বইয়ের পাতায়। শরৎচন্দ্র ইত্যাদির লেখায় পড়েছি প্লেগ মহামারি, কলেরা মহামারি, ওলাউঠো ইত্যাদির কথা। ইতিহাস বইতে পড়েছি সেভেন প্লেগস অব ইজিপ্ট, ব্ল্যাক ডেথের কথা। বাস্তব পরিচয় তেমন একটা ছিল না বললেই চলে। কিন্ত ওপরওয়ালা কাউকে আপশোসের সুযোগ দেন না। তাই আমাদেরও এই অভিজ্ঞতা করিয়ে দিলেন। অভিজ্ঞতাটি সুখকর ছিল না, বলাই বাহুল্য। প্রথম ধাক্কাটি সামলে নিলেও, দ্বিতীয় এবং তৃতীয় ঢেউ আমাদের ডুবিয়েছিল। তখনই আমরা জানলাম মহামারির ওপর অতিমারিও আছে। কোয়ারেন্টাইন শব্দের ইতিহাস, উদ্ভব ইত্যাদি আমাদের মুখস্থ হয়ে গেল। এখন প্রশ্ন হল, সবই যখন জানি তখন এই বইটির প্রয়োজনীয়তা কী? এটি কি সেইসব জানা তথ্যের চর্বিতচর্বণ? এই দুটি প্রশ্নের উত্তর হল না এবং না।
মারি সংবাদ ২৬৩ পৃষ্ঠার বইটি মোট চোদ্দোটি অধ্যায়তে বিভাজিত। সুন্দর, প্রাঞ্জল ভাষায় লেখক মারির পরিভাষা, উদ্ভব এবং বিস্তার বর্ণনা করেছেন; লিখেছেন অসুখের প্রকার এবং উৎস নিয়ে, মারির বিবর্তন নিয়ে। বিভিন্ন দেশ এবং সমাজের পুরাণের পাতায় রূপকের আড়ালে লুকিয়ে থাকা মহামারির বিবরণগুলি বেশ চিত্তাকর্ষকভাবে প্রস্তুত করেছেন লেখক। তারই সঙ্গে মহামারির সঙ্গে জুড়ে থাকা অর্থনৈতিক এবং রাজনৈতিক দিকগুলিকেও যথাসম্ভব নিরপেক্ষভাবে তুলে ধরবার চেষ্টা করেছেন। যুদ্ধাস্ত্ররূপে জীবাণুর প্রয়োগের বিবরণ সত্যিই চিন্তায় ফেলে দেয়।
যে বই হতে পারত চিকিৎসা বিজ্ঞানের কচকচি এবং শুষ্ক তথ্যের ভারে জর্জরিত, তাকে এত সুন্দর এবং সহজবোধ্য করে তুলে ধরবার জন্য লেখক এবং প্রকাশককে ধন্যবাদ। আমার মতন ইতিহাসপ্রিয়, নন-সাইন্স ব্যাকগ্রাউন্ডের মানুষও যখন এই বই আগ্রহ সহকারে পড়েছে, আমার বিশ্বাস অন্যদেরও ভালো লাগবে। মুদ্রণ প্রমাদ বলতে তেমন কিছুই চোখে পড়েনি। পৃষ্ঠা সংখ্যা ৫১তে একটি তারিখ পুরো ছাপা হয়নি, এটা মুদ্রণ সম্পর্কিত ত্রুটি বলেই ধরছি।
—————————-
প্রাপ্তিস্থানঃ
- প্রজ্ঞা পাবলিকেশনের নিজস্ব বিপণী। বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, প্যারামাউন্টের ঠিক বিপরীতে।
- ঘরে বসেই বইটি হাতে পাওয়ার জন্য WhatsApp করুন 9147364898 – এই নম্বরে।
অন্যান্য প্রাপ্তিস্থান –
- দে বুক স্টোর (দীপুদা)
- জানকী বুক ডিপো (সুখরঞ্জন দা)
- বইবন্ধু