Sunday, February 2, 2025
কৃষ্টি-Culture

স্নিতার কন্ঠে “আমার পরাণ যাহা চায়”

বাঙালির প্রেমে ও অপ্রেমে রবীন্দ্রনাথ যেন নিজেকে জড়িয়ে রেখেছেন। প্রথম দেখার বাঁশির সুর বা বিদায়বেলার ভায়োলিন, যন্ত্রেরাও হাসে-কাঁদে কবিগুরুর শব্দবুননে। ১৬৩ বছর আগে তিনি তাঁর কাব্য-কবিতা-গানে বেঁধেছেন চিরন্তন আবেগ। যা অবিনশ্বর, যার ক্ষয় নেই, যা অকৃত্রিম তাই প্রাণের রবীন্দ্রনাথ। আমার পরাণ যাহা চায় তাই রক আর পপ কালচারের ভিড়েও আজও মন ভেজে তাঁর গানে ।

“যদি আর-কারে ভালোবাস
যদি আর ফিরে নাহি আস
তবে তুমি যাহা চাও, তাই যেন পাও
আমি যত দুখ পাই গো” – “আমার পরাণ যাহা চায়… তুমি তাই গো”। খুব কম বাঙালির প্লেলিস্ট হয়তো এই গান থেকে বঞ্চিত। বহুবার বহু শিল্পী নিজ আবেশে তার গেয়েছেন বারংবার। ২৫ শে বৈশাখ রবিযাপন শেষে গত ১৭ ই মে নতুনভাবে সেই গান শোনালেন স্নিতা। জি বাংলা সা রে গা মা পা খ্যাত তরুণ প্রজন্মের প্রতীয়মানা শিল্পী স্নিতা প্রামাণিক। গানটি মুক্তি পেয়েছে ওটিটি মিউজিক ইউটিউব চ্যানেলে। যার ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। একে প্রিয় কবিগুরু এবং স্নিতার মরমী কন্ঠ সব মিলিয়ে কয়েকশো বাঙালির হেডফোনে এখন “আমি তোমার বিরহে রহিব বিলীন” আমার পরাণ যাহা চায়।