Sunday, May 19, 2024
কৃষ্টি-Culture

সংগ্রহযোগ্য ‘রবীন্দ্রনাথ ও ভারতের স্বাধীনতা সংগ্রাম’

চেনা-জানা অসংখ্য মানুষের কাছে তিনি দেবু/দেবুদা বলেই সমধিক পরিচিত ! পোশাকি নাম অরুণাভ লাহিড়ী। চিরকাল প্রচারের আড়ালে থাকা, বিদ্বান, প্রজ্ঞাবান, সৃজনশীল, বোধ-চেতনা-মননে এক অবিস্মরণীয় ব্যক্তিত্বের অধিকারী প্রয়াত এই মানুষটির অভাব তাঁর সঙ্গে যুক্ত সকলেই আজও বড়ই অনুভব করেন। 

আলোচ্য ‘রবীন্দ্রনাথ ও ভারতের স্বাধীনতা সংগ্রাম‘ বইটি হাতে পাওয়ার পর, প্রথম যে অনুভূতিটি হলো, ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বতন্ত্র সংযোগ এমন নিবিষ্ট ও গভীর বিশ্লেষণে প্রকাশ করা আমাদের চেনা দেবুদার পক্ষেই সম্ভব ! যাঁরা জানেন, তাঁরা জানেন–সামগ্রিকভাবেই তাঁর যাপনের অনেকটা জুড়ে ছিল রবীন্দ্রদর্শনের প্রভাব। রবীন্দ্রনাথ বিষয়ে আমাদের সব প্রশ্নের জবাব ছিল তাঁর কাছে। 

ভারতের স্বাধীনতা সংগ্রাম বিষয়ে রবীন্দ্রনাথ ঠিক কোন দর্শন নিজের মধ্যে পোষণ করতেন, তা নিয়ে নানা মতবাদ আছে। বিতর্কও কিছু কম নেই। মানুষ, সমাজ ও জীবন সম্পর্কে বরাবর স্বতন্ত্র ভাবনার অধিকারী রবীন্দ্রনাথ যে দেশের স্বাধীনতা বিষয়েও তৎকালীন রাজনৈতিক দলগুলির গতানুগতিক ভাবধারার অনুসারী হবেন না, সেটাই স্বাভাবিক। যদিও, স্বাধীনতা আন্দোলন ও আন্দোলনকারীদের সম্পর্কে তাঁর শ্রদ্ধার অভাব ছিল না। তিনি তাঁর মতো করেই এই আন্দোলনের সহযাত্রী হয়েছেন। একদিকে নিজের সৃজনশীলতার মাধ্যমে দেশাত্মবোধের ভাবনা জারিত করেছেন আপামর জনতার মধ্যে। অন্যদিকে দরকার মতো ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছেন। 

এই সমস্ত দিকগুলিই খুব স্বচ্ছ, গভীর, অর্থবহ ও সাবলীল ব্যঞ্জনায় আলোচিত হয়েছে ‘রবীন্দ্রনাথ ও ভারতের স্বাধীনতা সংগ্রাম‘-এর তিনটি পর্বে। রয়েছে অতুলনীয় পর্যায়ে তথ্য সংযোজন! আলোচ্য পর্বগুলি হলো–সূচনা পর্ব/১৮৬১-১৯০০/মহা সমারোহে আগমন, মধ্যপর্ব/১৯০১-১৯১৩/স্বদেশী আন্দোলনে সক্রিয়তা ও পরবর্তী পর্যায়, প্রাক অন্তিম পর্ব/১৯১৪-১৯৩০/স্বদেশ ভাবনার উত্তরণ। শুরুতে বিমল দেবের ‘নিবেদন’–বইটির একটি মুখবন্ধ, যা মরমি ও সংবেদনশীল। অরুণাভ লাহিড়ী রচিত ‘রবীন্দ্রনাথ ও ভারতের স্বাধীনতা সংগ্রাম‘ প্রকাশ করেছে জ্ঞানপীঠ। পরিবেশক লোকায়ত সাহিত্যচক্র। প্রকাশ পেয়েছে এ বছর জানুয়ারি মাসে। শোভন পাত্রের প্রচ্ছদ বইটির বিষয়ের সঙ্গে সম্পূর্ণ সম্পৃক্ত। ২০৬ পৃষ্ঠার, অবশ্য সংগ্রহযোগ্য ‘রবীন্দ্রনাথ ও ভারতের স্বাধীনতা সংগ্রাম‘-এর মূল্য ৩০০ টাকা।