Tuesday, May 13, 2025
কৃষ্টি-Culture

প্রকাশিত গল্প-সংকলন ‘কাঁটা’

জন্ম থেকে মৃত্যু–জীবনের প্রতিটি মুহূর্ত অস্তিত্ব টিকিয়ে রাখার কঠিন লড়াই ! জীবন মানে শুধু ভালো-মন্দ, আলো-অন্ধকারের বৃত্তে ঘোরাফেরা নয়। পথের মোড়ে মোড়ে ছড়িয়ে থাকা অজস্র কাঁটা যন্ত্রণায় ক্ষতবিক্ষত করে, ওলোটপালোট করে দেয় পরিকল্পিত ছক ! দারিদ্র, কুসংস্কার, অন্যায়, হিংসা, ঘৃণা, ধর্মান্ধতা, বর্ণবিদ্বেষ এমনকি আজন্ম লালিত মূল্যবোধের কাঁটাও বিঁধে হৃদয়কে রক্তাক্ত করে! ২০১৬ থেকে ২০২১ সময়কালের মধ্যে লেখা ছাব্বিশটি বিভিন্ন ধারার গল্পে লেখক ছন্দা চট্টোপাধ্যায় খুঁজেছেন ‘কাঁটা’র উৎস এবং উত্তরণের পথ ! পুনশ্চ থেকে প্রকাশিত এই গল্প সংকলন যেন শুধু লেখকের অনুসন্ধান নয়। পাঠকও খুব সহজেই সম্পৃক্ত হয়ে যাবেন এতে। তাঁরাও খুঁজবেন ‘কাঁটা’র উৎস। আর এখানেই সার্থক লেখকের কলম। আপন বীক্ষণকে তিনি মেলাতে পেরেছেন সমষ্টির সঙ্গে, আন্তরিক অনুভবে। ঝকঝকে ছাপা ও বিষয়ানুগ প্রচ্ছদে আকর্ষনীয় ‘কাঁটা’র দাম ২৫০ টাকা।