Tuesday, May 13, 2025
টলিউডলাইম-Light

‘ফাটাফাটি’ চ্যালেঞ্জে ঋতাভরি

নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। আবীর-ঋতাভরি অভিনীত ‘ফাটাফাটি’ নিয়ে লিখেছেন সোমনাথ লাহা

সমাজে নারীর সমানাধিকার নিয়ে যতই বড় বড় কথা বলা হোক না কেন, আজও নারীর গুণ নয়, তার রূপ নিয়েই চলছে কাটাছেঁড়া। চেহারা প্রসঙ্গে নারীকে আজও মুখোমুখি হতে হয় নানা প্রশ্নের। কখনও গায়ের রঙ, কখনও বা সে মোটা না রোগা–তা নিয়ে বিস্তর মাথাব্যথা সমাজের একাংশের মধ্যে। এই প্রেক্ষিতেই  এক প্লাস সাইজ মডেলের গল্প পর্দায় নিয়ে আসছে উইন্ডোজ। মূলত এক স্থূলকায়া ফ্যাশন ইনফ্লুয়েন্সারের হার-জিত আর প্রেমের কাহিনির মোড়কে আনা হয়েছে বডি শেমিংয়ের মতো স্পর্শকাতর বিষয়টি। এই প্লাস সাইজ মডেল তথা ফ্যাশন ইনফ্লুয়েন্সারের চরিত্রেই অভিনয় করেছেন ঋতাভরি চক্রবর্তী। ছবিতে ঋতাভরির বিপরীতে রয়েছেন আবীর চট্টোপাধ্যায়। ছবির নাম ‘ফাটাফাটি’।

বলা বাহুল্য, ঋতাভরি অভিনীত চরিত্রটি বেশ ব্যতিক্রমী। নিজের চেহারার বিষয়ে সম্যক ধারণা রয়েছে তার। যদিও নিজের স্থূলত্বের বিষয়টিকে পরোয়া না করে সে এগিয়ে চলে নিজের লক্ষ্যে। অপরদিকে আবীরকে এখানে দেখা যাবে খুব সুন্দর একটি চরিত্রে। তাঁর চরিত্রটি আদ্যোপান্ত প্রেমিক মনের মানুষ। ‘ফাটাফাটি’ পরিচালনা করেছেন অরিত্র মুখোপাধ্যায়। উইন্ডোজের প্রযোজনায় এটি পরিচালকের তৃতীয় ছবি। ইতিপূর্বে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ এবং ‘বাবা, বেবি ও’-র মতো ছবি দর্শকদের উপহার দিয়েছেন অরিত্র।

গত বছর নারী দিবসে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ্যে আসে ‘ফাটাফাটি’-র বিষয়বস্তু। শুধু তাই নয়। ছবির আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে প্রকাশ করা হয় একটি অফিশিয়াল প্রোমোর। প্রোমোতে দেখা যাচ্ছে একটি বডি হাগিং লং ড্রেস দেখছেন আবীর ও ঋতাভরি। সেই ড্রেস দেখতে দেখতেই তাঁরা বলছেন, বোতল থেকে ম্যানিকুইন সবেরই সাইজ ৩৬-২৪-৩৬। এরপরই দেখা যায়, চেহারায় স্থুলকায়া ঋতাভরি বলছেন, তাহলে তিনি নিজে কে ? এর উত্তরও অবশ্য নিজেই  দিলেন– ‘ফাটাফাটি’ ! প্রসঙ্গত, এই ছবির শুটিংয়ের আগে তিনটি অস্ত্রোপচার হয়েছিল ঋতাভরির। শারীরিক কারণেই বেশ কিছুটা ওজন বেড়ে যায় তাঁর। এরপর ছবির কারণে সেই ওজন বেড়ে যাওয়াকে কেবল ধরে রাখাই নয়, আরও কিছুটা ওজন বাড়াতে হয়েছিল ঋতাভরিকে। ‘ফাটাফাটি’-র জন্য ২৫ কিলো ওজন বাড়িয়েছিলেন তিনি।

তন্বী ঋতাভরি কেবল এই ছবিতে অভিনয় করার জন্যই কার্যত চ্যালেঞ্জ জানিয়েছিলেন নিজের শরীরকে। অন্যদিকে করোনার কারণে এই ছবির শুটিং‌ও বেশ কিছুটা পিছিয়ে যায়। ফলে বেশ দীর্ঘ সময় ধরে এই ওজন ধরে রাখতে হয়েছিল নায়িকাকে, যা সহজ ছিল না একেবারেই। ছবির শুটিং চলাকালীন একটি টেলিভিশন চ্যানেলকে ঋতাভরি জানিয়েছিলেন, বৃদ্ধি পাওয়া ওজনকে ধরে রাখার জন্য খাবার রুটিনে বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে তাঁকে। ভাত বা মিষ্টিজাতীয় খাবার এইসময় ডায়েট তালিকায় রেখেছিলেন তিনি। নিয়মিত শরীরচর্চা করা অভিনেত্রীর নেশা। তবে এইসময় শরীরচর্চার সময়ও কমিয়ে দিয়েছিলেন ঋতাভরি। কেবল ফিট থাকার জন্য যেটুকু প্রয়োজন, ততটাই শরীরচর্চা করতেন তিনি।

চলতি বছরের প্রথম দিনেই প্রকাশ্যে এসেছে ‘ফাটাফাটি’-র পোস্টার। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত ‘ফাটাফাটি’ নিয়ে প্রত্যাশার পারদ উর্দ্ধমুখী ইতিমধ্যেই। উল্লেখ্য, ২০২০-তে আন্তর্জাতিক নারী দিবসেই মুক্তি পেয়েছিল উইন্ডোজ প্রোডাকশনের ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। সেই ছবিতে মহিলা পুরোহিতের চরিত্রে অভিনয় করেছিলেন ঋতাভরি। রীতিমতো প্রশংসিত ও সমাদৃত হয়েছিল সেই ছবি। সেই সাফল্যের কথা মাথায় রেখেই গত বছর নারী দিবসের দিন ‘ফাটাফাটি’-র ঘোষণা করেন প্রযোজনা সংস্থা। এবার প্রযোজনা সংস্থার তরফ থেকে প্রকাশ্যে এলো ছবি মুক্তির তারিখ‌ সহ ছবির পোস্টার। অভিনবত্বে ভরা এই পোস্টারেও স্থূলকায়া চেহারার কারণে মহিলাদের যে সমস্ত বডিশেমিংগুলোর মুখোমুখি হতে হয় সেই কথাগুলি রয়েছে।

‘ফাটাফাটি’-র কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন। সংলাপ রচয়িতা সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন স্বস্তিকা দত্ত, সোমা বন্দ্যোপাধ্যায়  রক্তিম সামন্ত, সৌরভ ঘোষ প্রমুখ। সংগীত পরিচালনায় চমক হাসান, অমিত এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়। প্লেব্যাক করেছেন চমক হাসান, ঈশান এবং ‘রঙ্গ দে তু মোহে গেরুয়া’ খ্যাত গায়িকা অন্তরা মিত্র। ছবির জন্য ঋতাভরির ওজন বাড়ানোর বিষয়টি নিয়ে শিবপ্রসাদের মন্তব্য, “এই ছবির জন্য কার্যত জীবনের ঝুঁকি নিয়েছে ঋতাভরি। যাঁরা নিয়মিত শরীরচর্চায় অভ্যস্ত, হঠাৎ অনেকটা ওজন বৃদ্ধি করলে, তাঁদের শরীরে নানারকম গুরুত্বপূর্ণ সমস্যা আসতে পারে। তার তোয়াক্কা করেনি ঋতাভরি।”

ছবির কাহিনিকার জিনিয়া সেনের কথায়, “অনেক স্থূলকায় মানুষকেই নানা সময়ে নানা জায়গায় নানা কথা শুনতে হয় তাঁর প্রতিভা থাকা সত্ত্বেও। যাঁদের এগুলোর সম্মুখীন হতে হয় তাঁদের বলি, চেহারার কারণে পিছিয়ে পড়ার কারণ নেই। নিজেকে ভালোবাসো আর কাজ করে যাও। তাহলেই জয়ী হবে।” ছবিতে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে ঋতাভরির অভিমত, “এই ছবিতে কাজ করার জন্য আমি গর্বিত। কারণ ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ সমাজে বড় পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। মহিলা পুরোহিতরা সামনে এগিয়ে এসেছেন। এই ছবিও আশা করছি সবার কাছে খুব গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেবে। এই টিমের সঙ্গে আবার কাজ করার সুযোগ পেয়ে আমি ভীষণ খুশি।” আবীরের কথায়, “আমি সব সময়ই উইন্ডোজের সঙ্গে কাজ করতে চাইতাম। এই ছবির অংশ হতে পেরে সত্যিই দারুণ লাগছে। মানুষের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়ার জন্য সিনেমার মতো মিডিয়াম হয় না। ‘ফাটাফাটি’ সেই কাজ যেমন করবে তেমনই দর্শকদের বিনোদন‌ও দেবে।” আগামী ১২ মে মুক্তি পাচ্ছে ‘ফাটাফাটি’।