একটি অনন্য উদ্যোগ
চারপাশের স্বার্থান্ধ পরিবেশে এক ঝলক তাজা বাতাস বইয়ে দেয়, এমনই এক উদ্যোগ ‘আমাদের পাঠশালা’। প্রতিষ্ঠাতা সম্পাদক রমা রায় হালদার। তাঁর সঙ্গে রয়েছেন আরও কয়েকজন সংস্কৃতি ও সমাজবোধ সম্পন্ন মানুষ। ৭৫ জন আদিবাসী শিশু নিয়ে হাবড়ার আতুলিয়ায় গড়ে উঠেছে স্কুল, যেখানে বিনামূল্যে সারাবছর লেখাপড়ার সঙ্গে নাচ, গান, ছবি আঁকা, ও আবৃত্তির ক্লাস করানো হয়। এছাড়া বিনামূল্যে খাতা, রঙ পেন্সিল ইত্যাদিও দেওয়া হয় সারাবছর।



শিশুদের নিয়ে বার্ষিক অনুষ্ঠানও করা হয় ‘আমাদের পাঠশালা’য়। প্রসঙ্গত, পাঠশালার বার্ষিক অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হবে আগামী ৩০ অক্টোবর বেলা ৩টায়। কোনও রকম বিশেষ আর্থিক সাহায্য ছাড়া, নিজেদের সীমিত সামর্থ্য ও কিছু শুভাকাঙ্খীদের পাশে নিয়ে,গত ৭ বছর ধরে এই স্কুল চালাচ্ছেন ওঁরা। নিঃসন্দেহে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক রমা ও তাঁর সহযাত্রীদের এই উদ্যোগ। ‘আমাদের পাঠশালা’র পাশে আরও মানুষ এসে দাঁড়াবেন ও এর শ্রীবৃদ্ধি হবে উত্তরোত্তর, এই প্রত্যাশা রইলো সর্বান্তকরণে।