Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

ছোটদের জন্য ইন্দিরার ক্লাস

ছোটদের জন্য আবার শুরু হচ্ছে ইন্দিরার ক্লাস। সারা লকডাউন জুড়েই এই ক্লাসটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সেইসব শিক্ষার্থীদের অনেকেই থাকে কলকাতার বাইরে। আবার যারা কলকাতা শহরের মধ্যেই থাকে, সেই ছোটদেরও আজকাল এত পড়ার চাপ, টিউশন ইত্যাদির জন্য সময়াভাব। কলকাতার ভেতরেও যাতে ছোটদের যাতায়াতের ঝামেলাটুকু কমান যায়, সেটাও ভাবা জরুরি ছিল। তাই, সবদিক ভেবে আপাতত এই স্কুল অনলাইনেই শুরু করা হচ্ছে। শিক্ষাবর্ষ মে থেকে এপ্রিল মাস পর্যন্ত।

পাঠক্রম রবীন্দ্রসংগীত (প্রধান শিক্ষনীয় বিষয়)। চার বছর বয়স থেকে শিশু বিভাগে ও তেরো বছর বয়স থেকে উপাধি বিভাগে ভর্তি নেওয়া হচ্ছে। ভর্তির পূর্বে পরীক্ষা নেওয়া হবে ও উপযুক্ত বিবেচিত হলে উচ্চশ্রেণীতে শিক্ষার সুযোগ দেওয়া হবে। ক্লাস হবে, প্রতি শনিবার বিকেল ৫টা থেকে রাত ৮টা ও রবিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা। শিক্ষা সমাপনান্তে অভিজ্ঞানপত্র দেওয়া হবে। প্রসঙ্গত, এখানে পঞ্চমবর্ষের শেষে বহিরাগত পরীক্ষক দ্বারা পরীক্ষা নেওয়া হয়ে থাকে। ভর্তি হওয়ার শেষ তারিখ ১৫ই এপ্রিল ২০২৩। প্রয়োজনে ই-মেল করুন এই ঠিকানায়– indirashilpigosthi@gmail.com