নন্দিতার আগমনী গান ‘শক্তিরূপেণ…’
বাংলা সঙ্গীতের সব ধারাতেই অনায়াস বিচরণ তাঁর। এবার তিনি প্রমাণ করলেন, সঙ্গীত রচনা ও সুরসৃষ্টিতেও পারদর্শী তিনি। দেবীপক্ষের সূচনালগ্নে নন্দিতার কথা-সুর-গায়নে প্রকাশিত হলো নতুন আগমনী গান ‘শক্তিরূপেণ’। প্রসঙ্গত, ‘শক্তিরূপেণ’ নন্দিতার গাওয়া দ্বিতীয় আগমনী গান। পুজোর ঠিক আগে, খুব অল্প সময়ের মধ্যে গানটি তৈরি হয়, যা বেশ চ্যালেঞ্জিং ছিল। নন্দিতার কথায়,”ঈশ্বরের কৃপা এবং শুভার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণায় গানটি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সৃষ্টি করতে (লেখা এবং সুর) সক্ষম হয়েছি। এটি আমার কাছে বিশেষ এক অভিজ্ঞতা, কারণ, গান লেখা বা সুর করা আমার পেশাগত দক্ষতা নয়। গানটিতে মা দুর্গার মতো সকল নারীর মধ্যে মায়াময়ী এবং শক্তিময়ীর রূপটি প্রকাশ করবার চেষ্টা করেছি। নারীরূপে তিনি সৃষ্টি করেন, পালন করেন এবং সময় এলে সংহারও করেন। প্রত্যেকটি নারীই যেন মা দুর্গার প্রতিচ্ছবি।”
‘শক্তিরূপেণ’র অপূর্ব সংগীতায়োজন করেছেন বিশিষ্ট সংগীত পরিচালক অমিত বন্দ্যোপাধ্যায়। এই সংগীতায়োজনে কিছুটা ভিন্নধারার পরশ মেলে, যা শ্রোতাবন্ধুরা শুনেই বুঝতে পারবেন। গানটিতে ‘ওঁ’-এর হামিং এবং শ্লোকের অংশটিতে কণ্ঠ মিলিয়েছেন নন্দিতার গুণী শিল্পীবন্ধু এবং ছাত্র-ছাত্রীরা। ডাবিং, মিক্সিং এবং মাস্টারিং হয়েছে গান-বাজনা স্টুডিওতে। কাজটি করেছেন সৌমেন পাল। দৃষ্টিনন্দন ভিডিওটি ঢাকা বাংলাদেশ থেকে তৈরি করে দিয়েছেন শাওন। গানটি প্রকাশিত হয়েছে নন্দিতার ইউটিউব চ্যানেল নন্দিতা এক্সক্লুসিভ থেকে। গানটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন করেছে ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। সমস্ত ডিজিটাল অডিও প্ল্যাটফর্মে এবং কলারটিউন পরিষেবায় উপলব্ধ রয়েছে এই গানটি। নিজস্ব প্রতিনিধি