অমল শৈশব ফিরিয়ে দেবে ‘ফ্রেন্ডশিপ ব্যান্ড’
ছোট্ট বন্ধুদের জন্য সাহিত্যিক ছন্দা চট্টোপাধ্যায়ের লেখা গল্প সংকলন ‘ফ্রেন্ডশিপ ব্যান্ড’ হাতে পেলে ছোটদের পাশাপাশি বড়দেরও মন ভালো হয়ে যাবে। বইটি সম্পর্কে লিখতে গিয়ে আমার নিজের যে অনুভূতি হলো, তার ভিত্তিতেই কথাটা বলছি। আসলে প্রত্যেক বড় মানুষের মনেই থেকে যায় সেই চিরন্তন শিশুটি। এবার আক্ষরিক অর্থেই যারা শিশু, তাদের প্রসঙ্গে আসি। তাদের ব্যাপারে লেখকের অনুভূতিশীল ও সংবেদনশীল কলম বারবার মুখর হয়েছে। সাহিত্যের সবক্ষেত্রেই তাঁর সমান বিচরণ হলেও শিশুদের জন্য লেখার বিষয়ে লেখকের আবেগ যে একটু বেশিমাত্রায় ক্রিয়াশীল হয়ে ওঠে, তাতে কোনও সন্দেহ নেই।
আজকের শিশুর ক্ষেত্রে অমল শৈশব কথাটা যে এক সোনার পাথরবাটিতে পরিণত, সে কথা বলাই বাহুল্য। একদিকে ইঁদুর দৌড়ে নাম লিখিয়ে প্রবল পড়ার চাপে ব্যতিব্যস্ত তাদের জীবন। অন্যদিকে তাদের যাপনে না আছে খেলার মাঠ না খেলার সময় ! সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, প্রকৃতির সান্নিধ্য থেকে বঞ্চিত এক কৃত্রিম জীবন অতিবাহিত করার অভিশাপ তাদের ওপর বর্ষিত হয়ে চলেছে, আমাদের বড়দের চিন্তার দৈন্যতার কারণেই। এতকিছুর পর আবার সাম্প্রতিককালের অতিমারী পরিস্থিতি ! এর ফলে আরও জটিল অবস্থার শিকার তারা। স্কুল বন্ধ। ফলে, বন্ধুদের সঙ্গে যোগাযোগ ফোনে বা ভার্চুয়াল মাধ্যমে। লেখাপড়াও অনলাইনে। কোভিডের পরও অবস্থা স্বাভাবিক হতে অনেকটা দিন চলে যায়। সবমিলিয়েই আজকের শিশুদের জীবনাভ্যাস যে বেশ কিছুটা তাদের জন্য প্রতিকূলে চলে যাচ্ছে, তা অনস্বীকার্য। ঠিক এই প্রেক্ষিতগুলোকেই ভাবনায় রেখে শিশুর মনের ক্ষতে প্রলেপ লাগাবার কাজটি করেছেন লেখক। ‘ফ্রেন্ডশিপ ব্যান্ড’-এ সংকলিত ২৮টি গল্পে রয়েছে হাসি-মজা আর নির্মল আনন্দের অফুরান আয়োজন। শিশুরা এই বইয়ের পাতায় পাতায় খুঁজে পাবে, তাদের ভালো লাগার অজস্র রসদ। বিশেষ ভালো লাগে বাঘের আলিঙ্গন, পাখিদের জলসা, অরণ্যর চিঠি, করোনার ছুটি, কুকুরছানা, ভূত, মিমি, স্বপ্নবেলা ক্লাব, ফুল ফোটানোর সাধ, মিঠির ডায়েরি, রিজেকটেড বাংলা গল্পগুলি। ‘ফ্রেন্ডশিপ ব্যান্ড’-এর অসাধারণ প্রচ্ছদটি নির্মাণ করেছেন শান্তনু দে। এছাড়াও পাতায় পাতায় চমৎকার অলঙ্করণ–শিল্পী প্রণব হাজরা। দাম ২৫০ টাকা। এমন একটি বই প্রকাশের জন্য ধন্যবাদ দিতেই হবে প্রকাশক পুনশ্চ-কে।