সৃজনে, সহযাত্রায় তপন ও অরুন্ধতী
জন্ম শতবর্ষের দ্বারপ্রান্তে দুটি পরম গুণী মানুষের জীবন। জীবনই তো ! ওঁরা যে অমরত্ব লাভ করেছেন, বাংলা সিনেমা ও বাঙালির সাংস্কৃতিক জীবনে অতুলনীয় অবদানের স্বাক্ষর রেখে–তপন সিংহ ও অরুন্ধতী দেবী। এই দুই কিংবদন্তিকে নিয়েই আমাদের আলোচনা আগামী ২২শে আগস্ট আমাদের ‘সাহিত্য ও সিনেমা’-য়। এই সন্ধ্যার নিবেদন ‘সৃজনে, সহযাত্রায় তপন ও অরুন্ধতী’। অতিথি গবেষক ও চিত্র পরিচালক শান্তনু সাহা। আগামী ১৫ই আগস্ট পুনঃ-প্রচারিত হবে আমাদের এই শোয়ের বিশেষ পর্ব ‘চেনা-অচেনা ঋত্বিক’। বক্তা চিত্র পরিচালক সব্যসাচী ভৌমিক।
বাংলা সাহিত্যের দুই যুগপুরুষ মানিক বন্দোপাধ্যায় ও সমরেশ বসুর রচনা সম্ভার কেমন করে বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছে, গত ৮ই আগস্ট ছিল তাই নিয়েই আলোচনা। অনুষ্ঠানের শিরোনাম ‘সাহিত্য-সিনেমার পরম্পরায় মানিক ও সমরেশ’। আলোচক ছিলেন আকাশবাণীর প্রাক্তন সহ-অধিকর্তা ও সংস্কৃতি-কর্মী সৌম্যেন বসু। তাঁর যথাযথ বিশ্লেষণ ও তথ্য সংযোজনে জমে ওঠে আড্ডা। সাহিত্য ও সিনেমার নিবিড় সম্পর্ক নিয়ে ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দেখছেন ‘সাহিত্য ও সিনেমা’। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক ও অভিনেতাদের উৎসাহিত করুন।