Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

আজ সন্ধ্যায় কথা ও কবিতায় জাহান বশীর

দুই বাংলাতেই অতি পরিচিত বাংলাদেশের প্রখ্যাত আবৃত্তিশিল্পী, লেখক ও প্রকাশক জাহান বশীর। নিজের শিল্পচর্চার পাশাপাশি সামগ্রিকভাবে সাংস্কৃতিক ও সাংগঠনিক কাজকর্মে আগাগোড়া ব্যাপ্ত তিনি। আজ সন্ধ্যায় ‘ননস্টপ আড্ডা’-য় আমরা শুনব তাঁর কণ্ঠে আবৃত্তি ও তাঁর বর্ণময় যাপন-অভিজ্ঞতার কাহিনি। আগামী ২৮শে এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে আমাদের বিশেষ নিবেদন ‘হে বৈশাখ’। অনুষ্ঠানে অতিথিরা হলেন আবৃত্তিকার, নৃত্যশিল্পী, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক রীতা দত্ত এবং কবি ও লেখক, সঙ্গীত ও বাচিকশিল্পী কবিতা বিশ্বাস। দর্শক বন্ধুদের জানাই, প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় ননস্টপ বিনোদন চ্যানেলে আয়োজিত ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, চিত্রশিল্প, নাটক, সাহিত্য, রান্না, পর্যটন, ফ্যাশন ও আরও নানাক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। নানা বিষয়ে আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।