Sunday, May 5, 2024
চিল-Out

পারফেক্ট পরিণীতি

বলিউডের এই কন্যাটি যে বহুমুখী প্রতিভার অধিকারী, তাতে কোনও সন্দেহ নেই। ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে বিজনেস, ফাইন্যান্স ও অর্থনীতিতে অনার্স ডিগ্রি নিয়ে দেশে ফেরেন পরিণীতি। সময়টা রিসেসনের। তাই ফেরা। নাহলে হয়তো পড়াশোনা নিয়ে ইংল্যান্ডেই থেকে যেতেন তিনি। দেশে ফিরে পরিণীতি একজন পাবলিক রিলেশনস কনসালট্যান্ট হিসেবে যোগ দেন যশ রাজ ফিল্মস-এ। তারপর যশরাজদেরই ‘লেডিজ ভার্সেস রিকি বহেল‘-এ ডেবিউ করেন পরিণীতি, জিতে নেন ফিল্মফেয়ার সেরা মহিলা ডেবিউ অ্যাওয়ার্ড। তারপরের ইতিহাস জানানো এই প্রতিবেদনের উদ্দেশ্য নয়। আমরা পরিণীতির চিল আউটের গল্প খুঁজব এখানে !

এ বছরই সেপ্টেম্বরে রাঘব চাড্ডাকে বিয়ে করার পর কিছুদিন ছুটিতে ছিলেন পরিণীতি। স্বাভাবিক। হানিমুন পিরিয়ড বলে কথা ! এবার ধীরে ধীরে কাজের জগতে ফিরছেন তিনি। প্রসঙ্গত, বিয়ের আগেই পরিণীতি শেষ করেছেন ইমতিয়াজ আলির ‘চমকিলা‘ ছবির শুটিং। ছবিতে তাঁর বিপরীতে আছেন দিলজিৎ দোসানজি। ছবিটি পাঞ্জাবের গায়ক অমর সিং চমকিলা (দিলজিৎ) ও তাঁর স্ত্রী অমরজোত চমকিলার (পরিণীতি) বায়োপিক। ১৯৮৮ সালের ৮ই মার্চ অমর সিং, তাঁর স্ত্রী এবং তাঁদের ব্যান্ডের আরও দুই সদস্য নৃশংসভাবে খুন হন। এই খুনের কিনারা হয়নি আজও। এমনই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এক বিষয় নিয়ে তৈরি পরিণীতির আপকামিং ছবি।

‘চমকিলা‘র পোস্ট প্রোডাকশনের ব্যস্ততা তো আছেই। ছবিটি খুব শিগগিরই নেটফ্লিক্সে আসবে। এছাড়াও পরিণীতি তুমুলভাবে ফিরেছেন তাঁর ফিটনেস রেজিউমে। নিজের সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টে ‘চমকিলা‘র শুটিংয়ের ভিডিও শেয়ার করে, পরিণীতি জানিয়েছেন অমরজোতের চরিত্রে কাজ করার জন্য বেশ খানিকটা ওজন বাড়াতে হয়েছিল তাঁকে। এবার কঠোর ওয়ার্কআউট রুটিনে ফিরে সেই ওজন ঝরাতে হবে পরিণীতিকে।

গায়িকা হিসেবে পরিণীতি এখন রীতিমতো ব্যস্ত। তাঁর একের পর এক ভাইরাল হওয়া ভিডিও বলে দিচ্ছে, সব বাদ দিয়ে শুধু গানকেই কেরিয়ার করলে, অনেক প্রতিষ্ঠিত গায়িকার নাক কেটে দিতে পারতেন পরিণীতি। মজার ব্যাপার হলো, ‘চমকিলা‘র কারণে ওজন বাড়াবার সময়টা তিনি পুরোটাই কাটিয়েছেন এ আর রহমানের স্টুডিওতে। এ প্রসঙ্গে উচ্ছ্বসিত পরিণীতি জানিয়েছেন, “রহমান স্যরের স্টুডিওতে ছ’মাস কাটালাম গান গেয়ে। স্টুডিওতে গান গাইতাম আর বাড়ি ফিরে খেতাম জাঙ্ক ফুড। আর এভাবেই ১৫ কিলো ওজন বেড়ে গেল, যা জরুরি ছিল ‘চমকিলা‘র জন্য !”

গানা আর খানা–মোটামুটি ওই ছ’মাস নাকি এটাই রুটিন ছিল পরিণীতির। এবার ঠিক উল্টো রুটিন। কঠোর ডায়েট আর ঘাম ঝরানো ওয়ার্কআউট। পরিণীতি জানিয়েছেন, “ছবি শেষ। এবার তাড়াতাড়ি শেপে ফিরতেই হবে। জিমে যাচ্ছি নিয়মিত। তবে, আমি দারুণভাবে মিস করছি রহমান স্যরের স্টুডিওর পরিবেশ।” ২০১৭-য় প্লেব্যকে ডেবিউ করেন পরিণীতি। এরপর আরও অনেক ছবির গান। ইতিমধ্যেই গায়িকা হিসেবে তিনি ঝুলিতে পুরেছেন স্ক্রিন অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিমেল প্লেব্যাক। এছাড়া মির্চি মিউজিক অ্যাওয়ার্ড ফর আপকামিং ফিমেল ভোকালিস্ট অফ দ্য ইয়ার-এর নমিনেশনও পান তিনি।