Sunday, May 19, 2024
কৃষ্টি-Culture

‘ভাণ’-এর পঁচিশতম ই-পত্রিকা

গৌরাঙ্গ দণ্ডপাটের সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘ভাণ’-এর মাসিক পঁচিশতম ই-পত্রিকা। প্রচ্ছদ শিল্পী পৌষালী হালদার। সদ্য পেরিয়ে গেল আরও একটা ভালোবাসার সপ্তাহ। এরই পাশাপাশি শহর কলকাতা প্রারম্ভিক বসন্তের আমেজটুকু মেখে নিচ্ছে মিনার্ভা বা নন্দন পাড়ার নাট্য উৎসবে মেতে। এ মাসের পত্রিকায় তাই নাটক-ভালোবাসায় ৩টি লেখা। পড়া যাবে, এশীয় থিয়েটার থেকে যাপিত নাট্য, নয়ের দশকের সিনেমার রসায়নে প্রেম দিবসের কিসসা। আর যদি এখনও না দেখে থাকেন, তবে, কথায় কথায় জেনে নিতে পারেন ‘হাশ হাশ’ ওয়েব সিরিজের গল্পও। সবমিলিয়ে ভিন্নমাত্রার এই সংখ্যা, পাঠক নিখরচায় পড়তে পারবেন একটিমাত্র ক্লিকে।

‘ভাণে’র ওয়েবসাইটে গিয়ে পড়া সম্ভব আগের ই-সংস্করণগুলিও। রইল পত্রিকার লিঙ্ক—http://bit.ly/3XKvmeY. ইতিমধ্যে পূর্ববর্তী বছরগুলিতে শতাধিক পৃষ্ঠায় ছাপা পুজো সংখ্যাও প্রকাশ করেছে ‘ভাণ’। ২০২২-এর পুজো সংখ্যার বিষয় বিশেষ রাখা হয়েছিল ‘রাজনৈতিক সংস্কৃতি’। পবিত্র সরকার থেকে আবদুল কাফি একাধিক গুণীজন লিখেছেন ‘ভাণে’র এই সংখ্যায়। অসংখ্য পত্রিকার সংখ্যার প্রাবল্যের মাঝে প্রয়োগ কলা ও সংস্কৃতি বিষয়ক এই পত্রিকার প্রয়াস অবশ্যই বিরল ও ভিন্নধর্মী। ‘ভাণ’ পত্রিকা নিয়মিত প্রকাশ করে চলেছে তাদের মাসিক ই-পত্রিকা। সর্বোপরি শিল্প-সংস্কৃতি-সমাজভাবনামূলক বিষয়ের বিস্তৃতির কারণে এই পত্রিকা পাঠককের মাঝে সাড়া ফেলেছে। আপনারাও পত্রিকাটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাঠক হয়ে উঠতে পারেন।